Site icon Trickbd.com

কানব্যথা: কী করবেন না

Unnamed

জীবাণুর সংক্রমণ বা অন্য কোনো কারণে প্রদাহের ফলে কানে ব্যথা হতে পারে। কানের আরও কিছু রোগে এবং টনসিল, দাঁত, গলা ও মুখের বিভিন্ন সমস্যায়ও কানে ব্যথা হতেপারে। আবার কখনো কখনো কান বন্ধ থাকে, পিঁ পিঁ শব্দ হয়। এ রকম হলে অনেকে নিজে নিজেই কানে খোঁচাখুঁচি করে থাকেন। এতে ক্ষতির আশঙ্কাই বেশি। জেনে নিন, কানে সমস্যা হলে কী কী করা উচিত নয়—

* কানে ব্যথা বা অস্বস্তি হলে কানে আঙুল, ম্যাচের কাঠি, ক্লিপ বাএ ধরনের অন্য কোনো জিনিস দিয়ে খোঁচাবেন না। বাইরের কোনো কিছুইকানে ঢোকানো ঠিক নয়। এতে কানের ভেতরে মারাত্মক ক্ষত তৈরি হতে পারে।
* কানে কখনোই কটন বাড ঢোকাবেন না। এটি কাঠি এবং ক্লিপের মতোই ক্ষতিকর।
* কানে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ড্রপ ব্যবহারকরবেন না। না বুঝে এ রকম ড্রপ দিলেপরবর্তী সময়ে জটিলতা হতে পারে।
* মাঝবয়সী বা বয়স্ক মানুষের গলায় কিছু মারাত্মক রোগের কারণে কানে ব্যথা হতে পারে। তাই কানে ব্যথা হলে তাঁদের গলনালি ও শ্বাসনালিতেকোনো জটিল সমস্যা রয়েছে কি না, সেবিষয়ে নিশ্চিত হতে হবে।মোট কথা, কানে ব্যথা বা কোনো অস্বস্তি হলে কারণ নির্ণয় করে চিকিৎসা করাতে হবে। এ জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।অধ্যাপক এ এফ মহিউদ্দিন খাননাক-কান-গলা বিভাগঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ফেসবুকে আমার পেজ সবাই ভালো থাকবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন।
ধন্যবাদ।