Site icon Trickbd.com

কোন বাচ্চা কতটা লম্বা হবে? ভবিষ্যদ্বাণী করে চমকে দিন সকলকে

Unnamed

ছেলে আর মেয়েদের ক্ষেত্রে অঙ্কটি
পৃথক। দেখে নেওয়া যাক, কীভাবে এই
অঙ্ক কষা যেতে পারে।

• ছেলেদের ক্ষেত্রে—

১. প্রথমে বাবা ও মায়ের উচ্চতা নিন
(সেন্টিমিটারে) এবং যোগ করুন।
২. এবার যোগফলকে ২ দিয়ে ভাগ করুন।
৩. এই ভাগফলের সঙ্গে ৬.৫

সেন্টিমিটার যোগ করুন।
৪. এই যোগফলের প্লাস-মাইনাস ১০
সেন্টিমিটার হবে বড় হয়ে সেই
ছেলেটির সম্ভাব্য উচ্চতা।

• মেয়েদের ক্ষেত্রে—

১. প্রথমে বাবা ও মায়ের উচ্চতা নিন
(সেন্টিমিটারে) এবং যোগ করুন।
২. এবার যোগফলকে ২ দিয়ে ভাগ করুন।
৩. এই ভাগফলের সঙ্গে ৬.৫
সেন্টিমিটার বিয়োগ করুন।
৪. এই বিয়োগফলের প্লাস-মাইনাস ১০
সেন্টিমিটার হবে বড় হয়ে সেই

ছেলেটির সম্ভাব্য উচ্চতা।

আরো নতুন কিছু পেতে ক্লিক করুন

Exit mobile version