আমরা সকলে পানি পান করার
উপকার সম্পর্কে কম-বেশি জানি।
কিন্তু আপনারা পানি পান করার
সঠিক নিয়ম ও সময় সম্পর্কে জানেন
কি?
পানি পান করার বলতে গেলে
সকলে শুধু দিনে ৮ থেকে ১২ গ্লাস
পানি পান করার কথা বলেন। কিন্তু
কখন পানি পান করবেন সে বিষয়ে
জানা থাকলে আরও বেশি উপকার
পাবেন। এতে আপনার শরীরের
অনেক উপকার হবে।
পানি পান করার সঠিক উপায়
নিম্নে দেয়া হল-
১. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার
পর প্রথমে দুই গ্লাস পানি পান করুন।
বিষাক্ত পদার্থ সকালে আমাদের
শরীর থেকে বের হয়ে যায়।
২. প্রতিবার খাবার গ্রহণের ৩০
মিনিট আগে একগ্লাস পানি পান
করুন। এতে খাবার হজমে সুবিধা হবে।
৩. গোসল করার পূর্বে এক গ্লাস পানি
পান করুন। এতে আপনার শরীরের
রক্তচাপ স্বাভাবিক থাকবে।
৪. শুধু পিপাসা লাগলে পানি পান
করবেন না। সবসময় পানি পান করে
নিজেকে পরিপূর্ণ রাখার চেষ্টা
করুন।
৫. ব্যায়াম করার পূর্বে ও পরে প্রচুর
পরিমাণে পানি পান করুন। গরমের
সময় বেশি করে পানি পান করুন।
৬. রাতে ঘুমাতে যাবার আধা-
ঘণ্টা পূর্বে এক গ্লাস পানি পান করুন।
এতে আপনার সারাদিনে শরীর
থেকে যে পানি খরচ হয়েছে তা
৭. ঘর থেকে বের হবার পূর্বে পানি
পান করুন। এতে বাহিরে আপনি
ভাইরাস হতে কম আক্রান্ত হবেন।
..
.