Site icon Trickbd.com

ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে রোববারের এইচএসসি ও মাদরাসার পরীক্ষা পিছিয়েছে! নতুন তারিখ যেনে নিন..

Unnamed

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে উপকূলীয় অঞ্চলে

ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে
আগামীকাল রোববারের এইচএসসি ও
সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। শিক্ষাবোর্ড থেকে জানানো হয়েছে,
রোববারের (২২ মে) এইচএসসি পরীক্ষা ২৭
মে সকাল সাড়ে ৯টা এবং মাদরাসার
পরীক্ষা ২৪ মে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত
হবে।

মাদরাসার পরীক্ষা গত ৮ মে জামায়াতের
হরতালের কারণে পিছিয়ে আগামীকাল

রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি
আবারো পেছানো হলো। এদিন মাদারাসা বোর্ডের অধীন রসায়ন
প্রথম পত্র (তত্ত্বীয়), অর্থনীতি প্রথম পত্র
(অতিরিক্ত বিষয়), পৌরনীতি প্রথম পত্র
(অতিরিক্ত বিষয়), পৌরনীতি ও সুশাসন প্রথম
পত্র (অতিরিক্ত বিষয়), উচ্চতর ইংরেজি
প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), উর্দু প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) এবং ফার্সি পরীক্ষা
অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।