Site icon Trickbd.com

স্বামী-স্ত্রী একসঙ্গে বিছানায় না থাকলে যে ক্ষতি হয়

Unnamed

সম্পর্কের গাড়ি কিছুদিন গড়ানোর পরে ধীরে ধীরে উৎসাহ -উদ্দীপনা কমে যায়। আগের মতো আবেগঘন মুহূর্ত খুব বেশি তৈরি হয় না। স্বামী-স্ত্রীর সম্পর্কে তা অনেক বেশি করে খাটে।সংসারের চাপে হোক অথবা অন্য কোনও কারণে , অনেক দম্পতিই বিয়ের কিছুদিন বা বছর পর থেকে আলাদা শুতে শুরু করেন। অনেক সময়ে সন্তানের জন্মের পর থেকেই তা শুরু হয়। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন , এতে দুজনের সম্পর্কের প্রভূত ক্ষতি হয়। স্বামী বা স্ত্রী, দুজনেরই আলাদা সত্ত্বা রয়েছে। দুজনের প্রতিমুহূর্তে একে অপরকে প্রয়োজন। সেখানে যদি দুজনে আলাদা শুয়ে থাকেন, তাহলে সম্পর্কে ফাটল ধরতে বাধ্য। স্বামী -স্ত্রী দুজনে আলাদা ঘরে আলাদা শুলে কি সমস্যা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে বা জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে তা জেনে নিন:

১. সম্পর্কে টান ধরে : দুজনে আলাদা শুয়ে দিন কাটালে সম্পর্কের উষ্ণতা অনেক কমে যায়।
২. অন্তরঙ্গতা : দুজনে একই বিছানায় না শুলে , একে অপরকে জড়িয়ে ধরে সুখ- দুঃখের কথা না বললে অন্তরঙ্গতা কমে যেতে বাধ্য।
৩. অন্যের প্রতি আকর্ষণ তৈরি হওয়া : স্বামী বা স্ত্রী যেকারও ক্ষেত্রেই এটা হতে পারে। অন্য পুরুষ বা মহিলা সঙ্গীর প্রতি আকর্ষণ জন্মায়।
৪. ঘৃণাভাব জন্মানো : যদি আলাদা শুতে শুতে অন্যের প্রতি ভালোলাগা তৈরি হয় , তাহলে তারপর স্ত্রী বা স্বামীর প্রতি অল্পেতেই ঘৃণা বা অবজ্ঞার ভাবনা মনে আসে।
৫. ছোট ঘটনাও বড় আকার নেয় : আলাদা থাকতে থাকতে মনও বদলে যায়। ফলে ছোট ঘটনাতে কথা -কাটাকাটিও অনেক বড় আকার নেয়।
এমন আরো টিপস