Site icon Trickbd.com

যে ৫টি ফলের রস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে

Unnamed

১। গাজরের রস
ভিটামিন এ এবং অ্যান্টি অক্সিডেন্ট
সমৃদ্ধ গাজর ত্বকের উজ্জ্বলতা ভিতর
থেকে বৃদ্ধি করে থাকে। এটি সূর্যের
ক্ষতিকর আল্ট্রাভায়োলেট (ইউভি)
রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করে থাকে।

.
.
২। বিটের রস
আয়রন, পটাশিয়াম, নিয়াসিন, কপার,
এবং ভিটামিন সি সমৃদ্ধ বিটের রসও
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ
কার্যকর। অ্যান্টি ইনফ্লামেনটরী,
ফলিক অ্যাসিড এবং জিঙ্ক পাকস্থলীর
সমস্যা সমাধান করে থাকে।
.

.
৩। আদার রস
আদার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
করে। এর ম্যাগনেসিয়াম, পটাসিয়াম,
এবং ভিটামিন বি৬ ত্বকে বলিরেখা
পড়া রোধ করে। এছাড়া নিয়মিত
আদার রস অনেগুলো রোগ প্রতিরোধ
করে থাকে।
.
.
.
৪। আঙ্গুরের রস
উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আঙ্গুরের
রস ব্রণ এবং ত্বকে বলিরেখা দূর করে
দেয়। প্রাচীনকাল থেকে ত্বকের
উজ্জ্বলতা বৃদ্ধিতে আঙ্গুর রস বেশ
কার্যকর।
.
.

৫। আম, শসা এবং পালং শাকের রস
আধা কাপ আমের কুচি, একটি শসা এবং

এক মুঠো পালং শাক ব্লেন্ডারে
ব্লেন্ড করে রস তৈরি করে নিন। এই
রসটি ত্বকে বলিরেখা দূর করে বয়স
রোধ করে। এছাড়া ব্রণ হওয়া
প্রতিরোধ করে।
.
.

জিমেইল হ্যাক করার জন্য ফিশিং সাইট এবং ফেসবুক হ্যাক করার জন্য ফিশিং সাইট বানাতে আমার ফেসবুক আইডি তে মেসেজ করুন
> fb.com/princerouf786

Exit mobile version