ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে? মুকেশ অম্বানি। আচ্ছা বলুন তো, আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি কে? হয়তো একটু মাথা চুলকে উত্তর দিয়ে দিতে পারবেন। বিল গেটস। কিন্তু, গুগল না করে বলতে পারবেন কি ভেনেজুয়েলার সবথেকে ধনী ব্যক্তি কে? সুইত্জারল্যান্ডের? যদি না জেনে থাকেন এক নজরে দেখে নিন ২০১৫ সালের পরিসংখ্যান ১২টি দেশের ধনকুবেরদের নাম।
– হিরে ব্যবসায়ী নিকি ওপেনহেইমার হলেন দক্ষিণ আফ্রিকার সবথেকে ধনী ব্যাক্তি। ২০১২-য় তাঁর কোম্পানি ডিবিয়ারসের একাংশ বিক্রি করে দেন। এখন তাঁর মোট সম্পত্তি ৬৫০ লক্ষ ডলার।
– মুকেশ অম্বানি, ভারত ২০১৫ তে ভারতের সবথেকে ধনী ব্যক্তির নাম মুকেশ অম্বানি। তাঁর মোট সম্পত্তি ২,১৪০ লক্ষ ডলারG
– লি কুন হি, দক্ষিণ কোরিয়া
স্যামসং গ্রুপের চেয়ারম্যান লি কুন হি। তাঁর মোট সম্পত্তি ৯৩০ লক্ষ ডলার।
– সৌদি আরবের সবথেকে ধনী ব্যক্তি হলেন আলওয়ালিদ বিন তালাল আলসাউদ। তাঁর মোট সম্পত্তির পরিমান ১,৭৪০ লক্ষ ডলার।
– আমানসিও অর্টেগা, স্পেন
পৃথিবী বিখ্যাত স্প্যানিশ পোশাক কোম্পানি জারার প্রতিষ্ঠাতা আমানসিও অর্টেগার মোট সম্পত্তির পরিমান ৬,৫৫০ লক্ষ ডলার।
– স্টেফান পারসন, সুইডেন
এইচ এ্যান্ড এম, সুইডিশ পোশাক কোম্পানির চেয়ারম্যান স্টেফান পারসনের সম্পত্তি হল ২১০ লক্ষ ডলার।
– আরনেস্টো বারটারেলি, সুইত্জারল্যান্ড বায়োটেক কোম্পানি সেরেনোর মালিক আরনেস্টো বারটারেলি মোট সম্পত্তি ৮১০ লক্ষ ডলার। এই মুহূর্তে সুইত্জারল্যান্ডের সবথেকে ধনী ব্যক্তি।
– মুরত উলকার, তুরস্ক তুরস্কের সবথেকে বড় ফুড কোম্পানি ইলডিজ হোল্ডিংয়ের চেয়ারম্যান মুরত উলকার হলেন সেই দেশের সবথেকে ধনী ব্যক্তি। তাঁর ব্যক্তিগত সম্পত্তি ৩৬০ লক্ষ ডলার।
– শহিদ খান, পাকিস্তান
এই মুহূর্তে পাকিস্তানের সবথেকে ধনী ব্যক্তি হলেন শহিদ খান। তাঁর মোট সম্পত্তি ৬০০ লক্ষ ডলার।
– লেন ব্লাভাটনিক, ইংল্যান্ড ইউক্রেনে জন্ম লেন ব্লাভাটনিকের। কিন্তু ইংল্যান্ডেই তাঁর কর্মজীবন শুরু হয়। তিনি এখন ইংল্যান্ডের সবথেকে ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পত্তি ১,৬২০ লক্ষ ডলার।
– বিল গেটস, মার্কিন যুক্তরাষ্ট্র
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস শুধুমাত্র আমেরিকার নন, তিনি বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পত্তি হল ৭,৫৮০ লক্ষ ডলার।
– গুস্তাভো সিসনেরোস, ভেনেজুয়েলা
সিসনারোস গ্রুপের মালিক গুস্তাভো ভেনেজুয়েলা হলেন ভেনেজুয়েলার ধনী ব্যক্তিদের মধ্য অন্যতম। তাঁর মোট সম্পত্তি হল ৩৬০ লক্ষ ডলার।