Site icon Trickbd.com

ম্যালওয়্যার ঝুঁকিতে এশিয়ায় তৃতীয় বাংলাদেশ

Unnamed

ম্যালওয়্যার (কম্পিউটারের নানা ধরনের ভাইরাস, বিপজ্জনক সফটওয়্যার ইত্যাদি) ঝুঁকিতে থাকা এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে।

মাইক্রোসফট এশিয়ার আজ মঙ্গলবার প্রকাশিত ‘ম্যালওয়্যার ইনফেকশন ইনডেক্স-২০১৬’ তে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ম্যালওয়্যার আক্রমণের হারের ওপর নির্ভর করে এ সূচক প্রস্তুত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান।
মাইক্রোসফট এশিয়া জানায়, এশিয়ার বাজারে ম্যালওয়্যার সফটওয়্যারগুলোর মধ্যে গামারুর দৌরাত্ম্য সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ট্রোজানস স্কিয়াহ ও পিলস। এগুলোর মাধ্যমে খুব সহজেই অরক্ষিত কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে হ্যাকার।

এ ছাড়া এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে নেপাল, ভিয়েতনাম, ফিলিপাইন, কম্বোডিয়া, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, চীন ও হংকং।