Site icon Trickbd.com

বেকিং সোডা ও আলুর রস ব্রণের দাগ দূর করে!

Unnamed

ঘরোয়া উপায়ে ব্রণের দাগ দূর।
ছবি : সংগৃহীত
আয়নায় প্রতিদিন আপনার মুখের দাগ দেখে দীর্ঘশ্বাস ফেলছেন? কিংবা অন্যদের দাগহীন উজ্জ্বল ত্বক দেখে
নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছেন? হ্যাঁ, মুখের এই সামান্য দাগই আপনার স্বাভাবিক রূপ-লাবণ্য ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলছে। সাধারণত ব্রণ
অথবা অ্যালার্জির সমস্যার জন্য ত্বকে বিভিন্ন দাগ ও ক্ষতের সৃষ্টি হয়। এই দাগ ও ক্ষত ঠিক হতে অনেক সময় লেগে যায়। আবার হয়তো এসব নিয়েই অনেককে জীবন কাটাতে হয়। ত্বকের অস্বাভাবিক এই দাগ বা ক্ষত ধীরে
ধীরে আপনার আত্মবিশ্বাস কমিয়ে আনে। অনেক সময় এই ক্ষত এতই বড় ও গভীর হয়ে যায় যে মেকআপ করেও লুকানো সম্ভব হয় না।

সমাধানের জন্য আজকাল অনেকেই
প্লাস্টিক সার্জারি বা লেজার
চিকিৎসার শরণাপন্ন হন। কিন্তু
প্রাকৃতিকভাবে কি এই সমস্যার
সমাধান সম্ভব? আলু ও বেকিং সোডা

দিয়ে তৈরি একটি ফেসপ্যাক মুখের
ক্ষত ও দাগ দূর করতে প্রাকৃতিকভাবে
সাহায্য করবে। কীভাবে তৈরি করবেন
এই ফেসপ্যাক, এ বিষয়ে বোল্ডস্কাই
ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে
পরামর্শ দেওয়া হয়েছে। একনজরে দেখে
নিতে পারেন।

যা যা লাগবে

বেকিং সোডা এক টেবিল চামচ, আলুর রস দুই টেবিল চামচ ও লেবুর রস দুই টেবিল চামচ। বেকিং সোডা
প্রাকৃতিক স্ক্যাব হিসেবে খুবই কার্যকর। ক্ষত ত্বকের ওপর থাকা মৃত কোষগুলো দূর করতে সাহায্য করবে এটি। আলুর রস ত্বকের যেকোনো কালচে ভাব ও দাগ দূর করে। আর লেবুর রস ত্বক উজ্জ্বল, পরিষ্কার ও মসৃণ করতে সাহায্য করবে।

যেভাবে ব্যবহার করবেন
প্রথমেই কয়েক টুকরো আলু নিয়ে রস বের
করে নিন। এর পর একটি বাটিতে দুই
টেবিল চামচ আলুর রস, এক টেবিল চামচ
বেকিং সোডা ও দুই টেবিল চামচ লেবুর
রস নিয়ে ভালোভাবে মেশান।

মিশ্রণটি আলতোভাবে পুরো মুখে
লাগিয়ে ১৫ মিনিটের জন্য রাখুন। এরপর
কুসুম গরম পানি ও মাইল্ড ফেসওয়াশ
দিয়ে মুখটি ধুয়ে ফেলুন