Site icon Trickbd.com

ব্রণ হলে ভুলেও করবেন না এই ৫টি কাজ

Unnamed

ব্রণ হলে কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত।

.
.
.

১। অতিরিক্ত মুখ ধোয়া
দিনে দুই বার মুখ ধোয়া ত্বকের জন্য
ভাল। এটি ত্বকের ময়লা ধুলো বালি দূর
করে ত্বক পরিষ্কার রাখে। কিন্তু
ব্রণের সময় দিনে একবার মুখ পরিষ্কার
করা উচিত। অতিরিক্ত মুখ ধোয়া ত্বক
শুষ্ক করে দেয়। শুষ্ক ত্বকে তেল বেশি
উৎপন্ন হয়। যা ব্রণ হওয়ার প্রবণতা বৃদ্ধি
করে।
.
.

২। অতিরক্ত এক্সফলিয়েটv
সপ্তাহে কয়েকবার এক্সফলিয়েট করা

ত্বকের জন্য ক্ষতিকর। এতে ব্রণের মুখ
ভেঙ্গে যায়, ভেতরে থাকা
ব্যাকটেরিয়া ত্বকে ছড়িয়ে আরও ব্রণ
সৃষ্টি করে। ব্রণের সময় এক্সফলিয়েট
করা থেকে বিরত থাকুন।
.

৩। ব্রণে নখ ব্যবহার করা
ব্রণ হলে প্রায় সব মেয়েদের যেই
কাজটি করতে দেখা যায়, তা হল ব্রণ
নখ দিয়ে খোঁচানো। আর এই কাজটি
ত্বকে ব্রণের দাগ স্থায়ী করে দেয়।
ব্রণ নখ দিয়ে খোঁচানো, চুলকানো
থেকে বিরত থাকুন।
..

৪। অতিরিক্ত পণ্যের ব্যবহার
ব্রণ দূর করার জন্য নানা রকম পণ্য ব্যবহার
করা হয়। কখন পেস্ট আবার কখন
দারুচিনির গুঁড়ো। একই ব্রণে নানা পণ্য
ব্যবহারে ত্বকের ক্ষতি হওয়ার
পাশাপাশি ত্বকে ব্রণ স্থায়ী হয়।
..

.
৫। খুশকি থেকে দূরে থাকুন
খুশকি থেকে অনেক সময় ব্রণ দেখা
দেয়। নিয়মিত চুল পরিষ্কার রাখুন। চুলে
খুশকি দেখা দিলে তা দূর করার
ব্যবস্থা করুন।
.
.

বাংলাদেশের সবথেকে বিখ্যাত সাইট থেকে ঘুরে আসতে
এখানে ক্লিক করুন

Exit mobile version