Site icon Trickbd.com

গুরুত্বপূর্ণ কাজে সঠিক সিদ্ধান্ত নিতে যা করবেন

Unnamed

জীবনের প্রতিটি ধাপেই মানুষকে
মুখোমুখি হতে হয় নানারকম সমস্যার আর
নিতে হয় সিদ্ধান্ত। সিদ্ধান্তের ভালো-
খারাপের ওপরেই নির্ভর করে একজন
মানুষের ভবিষ্যত। একজন সফল মানুষের
জীবনে তাই সিদ্ধান্তের একটি বড় আর
গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আসুন তাই
জেনে নিই সেই পদ্ধতিগুলো যেগুলো
ব্যবহার করে খুব সহজেই সফলদের মতন
সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলা যায়।

১. আবেগের বশে কিছু না করা
যেকোন ব্যাপারে চট করে নেওয়া প্রথম
সিদ্ধান্তটি বেশিরভাগ ক্ষেত্রে
আমাদের আবেগের প্রকাশই হয়ে থাকে।
আর তাই সেটা বাস্তবতাসম্পন্ন আর
বুদ্ধিমত্তার পরিচায়ক নাও হতে পারে।
তাই কোন কিছু শোনার পরপরই যেটা
মাথায় আসবে সেটা না করে নিজেকে
একটু সময় দিন। প্রথমেই কোন সিদ্ধান্তে
চলে আসবেন না।

২. খুঁত বের করা
নিজের সিদ্ধান্তের পেছনে যতটা না
সময় খরচ করবেন তার ঠিক সমপরিমাণ সময়
দিন সেটার খুঁত বের করার ক্ষেত্রে।
আপনার কাজকে আপনার চাইতে আর কেউ
ভালো জানেনা। তাই সেটার বাজে
দিকগুলোও সবার চাইতে বেশি জানবেন
আপনিই। তাই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে
যাওয়ার আগে বাছাই করুন সেটার কী কী
সমস্যা আছে আর তার সমাধান আপনার
হাতের নাগালে কিনা।

৩. পুরো ব্যাপারটিকে দেখা
একটি সিদ্ধান্ত কেবল একটি জিনিসের
ওপরই প্রভাব ফেলেনা। প্রভাব ফেলে
আরো অনেকগুলো ব্যাপারের ওপর
যেগুলো সেই কাজটির সাথে জড়িতে। আর
তাই যেকোন সিদ্ধান্ত নেওয়ার পর বড়
পরিসরে সেটার ফলাফলের প্রভাব চিন্তা
করুন। আপনার বাকি সব পরিকল্পনায়
কতটা সমস্যা সৃষ্টি করছে সেটি। যাচাই
করে নিন ভালোভাবে।

৪. সিদ্ধান্তকে নিয়মে বদলে ফেলা
প্রত্যেকটি জিনিসেরই কাজের
সীমাবদ্ধতা থাকে। সীমাবদ্ধতা থাকে
মানব মস্তিষ্কেরও। আর তাই দৈনন্দিন

জীবনের ছোটখাটো সিদ্ধান্তগুলোকে
নিয়মে বদলে ফেলুন। এতে করে বড় বড়
সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে চাপ কম
পড়বে ও সেগুলো আরো বেশি সঠিক হবার
ক্ষেত্র পাবে।

৫. সময় ভাগ করে নেওয়া
দিনের সময়কে ভাগ করে নিন সিদ্ধান্তের
ভিত্তিতে। ছোট সিদ্ধান্তগুলো খাওয়ার
পরের জন্যে রেখে দিন। সকালবেলা
মস্তিষ্ক সবচাইতে বেশি সতেজ থাকে।
বড় সিদ্ধান্তগুলো নেওয়ার জন্যে এ
সময়টাকে বাছুন। চেষ্টা করুন সকালেই
নিজের সব বড় সিদ্ধান্তগুলোকে নিয়ে
ফেলতে।

আপনার নিজের পছন্দমত ওয়েবসাইট তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।