Site icon Trickbd.com

আয়নাবাজির পাইরেসি নিয়ে কিছু কথা!

Unnamed

ট্রিকবিডি হয়তো এরকম পোস্ট করার যায়গা না তারপরেও কিছু কথা বলার জন্য পোস্টটি করছি,

গতকাল আয়নাবাজির পাইরেটেড কপি ফেসবুক সহ কিছু ছড়িয়ে পড়েছিল। বিষয়টা দেখে খুবই হতাশ হয়ে গিয়েছিলাম। আশা করেছিলাম অন্তত এই সিনেমাটা নিয়ে এরকম কিছু হবে না। কিন্তু কুকুরকে ভাল খাবার দিলেইতো আর মানুষ হয়ে যায় না। কিছু কুকুর পাইরেটেড কপি বের করল আর সেটা আমাদের অবাস্তব জীবন ফেসবুকে ভাইরাল হয়ে গেল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় অধিকাংশ কপিই ইন্টারনেট থেকে রিমুভ করা হয়েছে। অবৈধ ভাবে শেয়ারের জন্য এক ওয়েবসাইটের মালিক আর এক ফেসবুক ব্যবহারকারিকে গ্রেফতার করা হয়েছে। ট্রিকবিডিতে একটা পোস্ট ছিলো যাতে ছবির লিংক শেয়ার করা ছিলো। রিপোর্ট করাতে এডমিন সেটা ডিলেট করে দিয়েছে।

দেখেন ভাই বাংলা সিনেমার হালের কথাততো ভাল করেই জানেন। সেখান থেকে আয়নাবাজি আমাদের আশার আলো দেখিয়েছো। আয়নাবাজি হলে গিয়ে যতবার দেখছি ততবার আবেগি হয়ে গিয়েছি এই ভেবে যে এটা কলকাতার ছবি না। এটা আমাদের ছবি। বাংলাদেশের ছবি।

ভারতের যেকোনো সিনেমাই প্রচুর হলে মুক্তি পায়। ওদের টাকা ২-৩ দিনেই উঠে যায়। ২ দিন পর ওদের কপি বের হয়ে গেলেও ওদের তেমন কোনো ক্ষতি হয়না। আর আমাদের আয়নাবাজি মাত্র ২০ টি হলে রিলিজ করেছিলো। এখন হলের সংখ্যা বেড়েছে। আমরা যদি হলে গিয়ে সিনেমা না দেখি তাহলে কোনো পরিচালকই ভাল এরকম সিনেমা বানাতে আগ্রহী হবেন না।
আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা বলেছিলেন ১০ বছর আগেই তার এরকম ছবি বানানোর দক্ষতা ছিলো। কিন্তু তার সেই সুযোগ ছিল না। ১০ বছর যাবৎ তাকে সেই সুযোগ সৃষ্টি করতে হয়েছে।

আমাদের দেশে সবই আছে। কিন্তু তা উপস্থাপন করার মত সুযোগ পাই না। আয়নাবাজি সেই সুযোগ দিয়েছিলো।
কিন্তু কুলাঙ্গাররা সামান্য কিছু স্বার্থের জন্য আমাদের সিনেমার ভিত্তি নষ্ট করে দিচ্ছে।

আপনি হয়তো ১০ টাকা খরচ করে ছবিটা ডাউনলোড করে দেখতে পারবেন কিন্তু ১০০ টাকা দিয়ে হলে গিয়ে দেখলে বাংলাদেশের ছবি বলে যে গর্বটা হবে সেই বোধটা পাবেন না।
আপনার এই ১০০ টাকার হলের টিকেট ভবিষ্যতে আরও ১০০ টা আয়নাবাজি তৈরি করবে। যখন আর অন্য দেশের সিনেমার প্রতি নির্ভরশীল হতে হবেনা তখন নিশ্চয়ই এই ১০০ টাকার কথা ভেবে গর্ব হবে।।

পরিশেষে বলতে চাই, যারা হলে গিয়ে দেখেছেন তারা নিশ্চয়ই হল থেকে বেরোনোর পর টিকেটের টাকার কথা চিন্তুা করেন নি। যারা দেখেননি বা পাইরেটেড কপি দেখেছেন তারা একবার হলে গিয়ে দেখে আসেন। বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান।

পরিচালকের পোস্ট-