Site icon Trickbd.com

You can be harm by watching tv for long times!

Unnamed

দীর্ঘক্ষণ ধরে টিভি দেখলে ফুসফুসের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের একদল গবেষক জানান, ৫ ঘণ্টা বা তার বেশি সময় ধরে টিভি দেখলে ফুসফস ক্ষতিগ্রস্ত হবে। রক্ত চলাচল বন্ধ হয়ে শরীরে জটিল সমস্যা সৃষ্টি করতে পারে। গবেষকদল ১৮ বছর ধরে প্রায় ৮৬ হাজার লোকের উপর জরিপ চালিয়ে এমন তথ্য দেন। যেখানে দেখানো হয়েছে, টিভি ফোবিয়া রয়েছে – এমন শতকরা ৫৯ জন ব্যক্তির মৃত্যু হয়েছে কেবল পালমোনারি এমবলিজমের কারণে।

গবেষকদের দাবি, যারা দিনে গড়ে ৫ ঘণ্টার বেশি সময় ধরে টিভি দেখেন তাদের ওই পালমোনারি এমবলিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। এর থেকে রক্ষা পেতে একভাবে টিভি না দেখে মাঝে মাঝে উঠে হাঁটাচলার পরামর্শও দিয়েছেন গবেষকরা।

পাশাপাশি, প্রচুর পানি খাওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। তবে, দীর্ঘক্ষণ ধরে টিভি দেখাই নয়। কম্পিউটার গেম খেললেও একই সমস্যা দেখা দিতে পারে বলে দাবি এ গবেষকদের