Site icon Trickbd.com

এবার সাত রঙের চা খেতে অার যেতে হবে না শ্রীমমঙ্গলে।একদম সহজ উপায়ে অাপনার বাড়িতেই বানিয়ে ফেলুন সাত রঙের চা

Unnamed

শ্রীমঙ্গলের সাত রঙের চা সবার কাছেই খুব আকর্ষণীয় ও প্রিয়। সাতরঙের রঙিন চা এর এই বিশেষ রেসিপি বেশির ভাগ মানুষেরই অজানা। অনেকেই আবার ভাবেন এটা শুধুমাত্র শ্রীমঙ্গলেই পাওয়া যায়। তবে আজ আপনারা জানতে পারবেন কিভাবে ঘরে বসে এই সাত রঙের সুন্দর ও আকর্ষণীয় চা বানানো যায়। যা আপনার পরিবার বা অতিথিদের অনেকটাই চমকে দিবে। তাহলে জেনে নিন কিভাবে তৈরী করবেন মজাদার এই সাত রঙের চা।

যে যে উপকরণ লাগবে-
চা পাতা
চিনি
কনডেন্স মিল্কের
সাত রঙের চা প্রস্তুত প্রণালী-
১। প্রথমে ১ টেবিল চামচ চিনির সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সিরা করে নিতে হবে।
২। পরিমাণ মতো পানি এবং চা tea পাতা চুলায় জ্বাল দিয়ে লিকার তৈরী করে নিন।
৩। ১ টেবিল চামচ লিকার ও ১ চামচ সিরা মিশিয়ে রাখুন।
৪। তারপর ২ টেবিল চামচ কনডেন্স মিল্কের সাথে ১ টেবিল চামচ লিকার মিশিয়ে নিতে হবে।
৫। তারপর একটা কাপে প্রথমে প্লেইন সিরা ঢেলে নিয়ে ২০ সেকেন্ড পরে সিরা মেলানো লিকার টা দিতে হবে।
৬। এর ৩০ সেকেন্ড পরে কনডেন্স মিল্কের মিশ্রন দিতে হবে।
৭। তার ১ মিনিট পর বাকি লিকারটুকু গরম করে একদম কাপের ধার ঘেষে আস্তে আস্তে ঢালতে হবে।
এবার দেখুন সহজেই তৈরী হয়ে গেল সাত লেয়ারের মজাদার রঙিন চা। এভাবেই পরিবারের সবাইকে উপহার দিন মজার এই রঙিন চা।
সকলে ভাল থাকুন,সুস্থ থাকুন,ট্রিকবিডির সাথেই থাকুন।

অামি অামার একটা ওয়েব সাইট বিক্রি করব।সাইট টার ডিজাইন ট্রিকবিডির মতোই।খুব ভালো একটা সাইট।কোন ভাই নিতে চাইলে অামার সাথে যোগাযোগ করুন ০১৭১৯-২৫১৯৫৭

Exit mobile version