Site icon Trickbd.com

”কি দারুন ইসলামিক পোস্ট” – কটুক্তির কি মানে?

স

Unnamed

মানুষ মনে করে ইসলাম মানে কুরানএর আয়াত, আর হাদিসের উক্তি, ইসলাম কখনও দুনিয়ার কোন কাজের সাজেশান দিতে পারে একথা তারা মনে করেনা,  অর্থাৎ তারা মনে করেনা যে ইসলাম পূর্ণ জীবন ব্যাবস্থার নাম। (নাউযুবিল্লাহ), কিন্তু তারা এটা হয়তো বুঝতে পারেন না।
তাদের এক কথা ঃসব কিছুতে ইসলাম কেন?”
তাদের বুঝা উচিত যে, ইসলাম ই একমাত্র ধর্ম যেখানে আল্লাহ নিজে তার রাসুলের মাধ্যমে শিখিয়েছেন কিভাবে বাজার করতে হয়, কিভাবে আয় করতে হয় কিভাবে খরচ  করতে হয়,  গোসল বা ঘুম , কিভাবে খেতে হয় কিভাবে , নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল পদ্ধতি ।
আর ধর্মীয় বিধান যেমন নামাজ রোজা তো আছেই। মজার কথা হলো যারা বলে ইসলাম শুধু নমাজ রোজাই শেখায় , তারাও ইসলামের শেখানো নামাজ, রোজা, জিকির করেনা, নিজেদের মন গড়া বা পীর, ওস্তাদের কথা নিয়ে জীবন কাটায় শুনাঊল্লাহ হয়ে।
এমনকি তারা কোন ইসলামিক পেজে এরকম ভদ্রতা মূলক পোস্ট নিয়ে কমেন্ট করে ঃ দারুণ ইসলামিক পোস্ট? নাকি দুনিয়াবি কথা?” — বড় অবাক লাগে’