দুধ পান কিংবা কলা খাওয়ার
উপকারিতা সবারই জানা আছে৷

কিন্তু যদি দুটোই একই সাথে খাওয়া হয় তবে
কিন্তু উপকারিতা বা লাভ আরো
বেড়ে যায় তা কি লক্ষ্য করেছেন?

এটিকে দুধ-কলা ডায়েট বলা হয়৷
১৯৩৪ সালে ডা: জর্জ হারোপ দুধ-কলা
ডায়েট প্রোগ্রাম তৈরি করেছিলেন।

চলুন জানা যাক এর উপকারিতা :

ক্যালরি: এই খাবারটিতে প্রচুর
ক্যালরি আছে৷
সাধারণত তিনটি কলা ও এক কাপ ফ্যাটমুক্ত
দুধ খেতে হয়৷
কলা ও দুধ আগে পরেও খাওয়া যায়৷
এটি আপনার ত্বক মশৃণ করবে৷
তবে এর পাশাপাশি প্রচুর পানি পান করতে
হয়৷এর দ্বারা আপনি দৈনিক এক
হাজারের মত ক্যালরি পাবেন৷
প্রতিটি কলায় ১০০ ক্যালরি শক্তি
থাকে৷ আর এক কাপ দুধে ৮০ থেকেও

বেশি ক্যালরি থাকে৷

তাই দৈনিক তিনবার ৯০০ ক্যালরি পাওয়া যায়৷
এই ক্যালরি ওজন কমাতে সহায়ক৷
ত্বক ও দাঁতের যত্নে: কলা-দুধ ডায়েট
ত্বক উজ্জ্বল ও মশৃণ করে৷ ব্রণের চিহ্ন
দূর করে৷ দাঁত সাদা করতে এটি খুবই
কার্যকরি৷ এটি আপনার সৌন্দর্য
বাড়াতে সক্ষম৷

পুষ্টিতে ভরপুর কলা: কলায় প্রচুর
ভিটামিন এ, বি, সি ও ই রয়েছে৷ এতে
খনিজ, পটাশিয়াম, জিংক, আয়রন
রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকারি৷
ফ্যাটমুক্ত দুধের গুণ: এতে চর্বির মাত্রা
কম বা থাকেই না৷ তাই এটি
কোলোস্টেরল কমাতে খুবই উত্তম
আহার৷ ফ্যাটমুক্ত দুধে ফ্যাট বা চর্বি
ছাড়া বাকি উপাদানগুলো যথাযথ
পরিমাণে থাকে৷ দুধের প্রোটিন
মাংসপেশী মজবুত করে৷

যখন দুধ-কলা একসাথে খাওয়া হয় তখন
শরীর প্রচুর পরিমাণে প্রোটিন,
ভিটামিন, ফাইবার অথবা খনিজ
পদার্থের যোগান হয়৷ এই ডায়েট
প্রোগ্রামে কোন ফ্যাট থাকে না৷ এই
খাবার একবার খেলে তিন চারদিনের

শক্তির যোগান হয়ে যায়৷

সাবধানতা: ওজন কমানোর জন্য আপনি
শুধু এই কলা-দুধ ডায়েটের উপর নির্ভর
করতে পারেন৷ তবে এতে শরীরে
ক্যালরির যোগান কিছুটা কম হওয়ায়
দূর্বল লাগতে পারে৷ সেক্ষেত্রে দিনে
দুইবার খেতে হবে৷

আর একবার অল্পকিছু স্বাভাবিক
খাবার (ভাত ও অন্যান্য তরকারি)
খেয়ে যান৷ মহিলাদের মাসিকের সময়
এই প্রোগ্রাম পরিহার করতে হবে৷
কারণ এই প্রোগ্রামে আয়রনের ঘাটতি
আছে৷

ধন্যবাদ।

9 thoughts on "দুধ – কলা একসাথে খেলে যে উপকার হয় তা জানলে চমকে যাবেন।(জেনে নিন।)"

  1. Nishad pk Contributor says:
    [HELP. ME]
    আমার একটা robi free net চালানোর যন্য একটা vpn লাগবে কেউ কী দিতে পারবেন আমার খুব দরকার
    আমার ফোন kitkat
    1. MD Jubayer Shikder Contributor says:
      slow vpn
    2. MD Jubayer Shikder Contributor says:
      or web tunnel
    3. Nishad pk Contributor says:
      vai aamar phone e free net er kono vpn e connect hoina mb thakle hoi arr na hole hoina
    4. MD Jubayer Shikder Contributor says:
      ooooo.sorry
  2. jewelm Contributor says:
    নাইচ
  3. tahersiddik Contributor says:
    ভাই আমাকে একটু সাহায্য করুন আমার শরীর এর অবস্তা অনেক খারাপ। আমি শুনেছি যে কী দরনের ফাইল খেলে নাকি সাস্ত ভাল হয়। আপনি যদি এইরকম কুনু ফাইল এর নাম জানেন তাহলে আমাকে জানান প্লিজ
  4. jisansazib Contributor Post Creator says:
    tahersiddik ভাই,জানি না।
  5. jisansazib Contributor Post Creator says:
    ধন্যবাদ, jewelm ভাই।

Leave a Reply