Site icon Trickbd.com

বিখ্যাত ব্যক্তিদের কিছু মূল্যবান উক্তি গুলো দেখে নিন

জীবনের জন্য চরম সত্য কিছু কথা …

১। জীবনে কঠিন বাধাঁসমূহ আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং আসে তোমার ভিতরে লুকোনো অমিত শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করাতে,বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও

২। ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখো তা সপ্ন নয়।।সপ্ন সেটাই যেটা তুমাকে পূরনের প্রত্যাশায় তুমাকে ঘুমোতে দেয় না

৩। Do not read success stories, you get only massage.Read failure stories,you will get some ideas to get success

৪। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেয়ার আগে। কিন্তু সিদ্ধান্ত নেয়ার পর কখনও পিছু ফিরবে না যদি কোটিটা সমস্যাও আসে।

৫। জীবনে কারো ক্ষতি করার আগে একবার ভেবে নিবেন।আজ আপনি যার ক্ষতি করছেন কেউ একদিন আপনার এর চেয়ে বেশি ক্ষতি করতে পারে।।

৬। তাকে কখনও ভুলো না যে তোমাকে সাহায্য করেছে,তাকে কখনও ঘৃণা করো না যে তোমাকে ভালোবাসে,তার সাথে কখনও প্রতারণা করো না যে তোমাকে করে

৭। মনুষ্যেত্বর শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন