Site icon Trickbd.com

যে উপায়ে কমাতে পারেন ইলেকট্রিক বিল

Unnamed

প্রতি মাসে আকাশছোঁয়া ইলেকট্রিক বিল দেখে আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার মত অবস্থা? অনেক রকম চেষ্টা করেও বিফল। কিন্তু, কিছুতেই কম বিল আসছে না! তাহলে জেনে নিন কী ভাবে ইলেকট্রিক বিল কম আসবে। তার কিছু উপায় তুলে ধরা হল-

সৌর শক্তি ব্যবহার করার চেষ্টা করুন। পুরনো এবং অপরিষ্কার টিউব বা বাল্বে বেশি বিদ্যুত খরচ হয়। তাই নিয়মিত এগুলো পরিষ্কার করুন।

কমপ্যাক্ট ফ্লুওরোসেন্ট ল্যাম্প (সিএফএল) ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ বাঁচায়। তাই সাধারণ টিউব বা বাল্বের বদলে সিএফএল ব্যবহার করুন। ঘর ঠান্ডা রাখতে বাইরে গাছপালা লাগান। যারা ফ্ল্যাটে থাকেন তারা ঘরের মধ্যে ‘ইন্ডোর প্ল্যান্টস’ রাখুন।

এসি’র ফিল্টার প্রতি মাসে এক বার করে পরিষ্কার করুন। এসি’র তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখার চেষ্টা করুন। যত কম তাপমাত্রা হবে তত কিন্তু বেশি বিদ্যুৎ পুড়বে।

ফ্রিজের দরজা খোলার আগে ঠিক করে রাখুন কী কী বের করতে হবে সেখান থেকে। বেশি ক্ষণ দরজা খোলা রাখা মানেই বেশি বিদ্যুৎ খরচ। কম্পিউটার এবং মনিটর ‘স্লিপ মোড’রাখার চেষ্টা করুন। এতে ৪০ শতাংশ অবধি বিদ্যুৎ বাঁচাতে পারবেন।

FaceBook Verified ✌✌করতে যোগাযোগ করুন

Exit mobile version