নতুন জামার সাথে আমার ওড়না যেন পাই,
মাগো তোমার মতই আমি পোষাক পরতে চাই।
মাথায় কাপড় মুখে নিকাব শালীন তোমার চলা,
লজ্জা শরম নাই কি ওদের শরীর যাদের খোলা?
ওরাও কি মুসলিম মাগো কুরআন বিশ্বাস করে?
হিজাব ওড়নার বিধান নিয়ে কেমনে তর্ক ধরে?
ওরাই কি মা নাস্তিক মুরতাদ জ্ঞান পাপীর দল?
শিক্ষিত ওরা! জাতির বিবেক! ইবলিস অবিকল।
বাবার পোষাক বাবার মতই তোমার মতই তুমি,
ছেলে-মেয়ে নয় যে সমান বুঝতে পারি আমি।
হিজাব ওড়নায় সুন্দর তুমি সম্মান শোভায় বড়,
তোমার মতই সাজাও আমায় ঈমান দিয়ে গড়।
আল্লাহর বিধান বক্ষ-মাথা খিমার দিয়ে ঢাকো,
কলুষতাহীন করতে হৃদয় নয়ন আনত রাখো।
মেয়ে সন্তান আল্লাহর প্রিয় নবী গিয়েছেন বলি,
দুআ কর মা আজীবন যেন জান্নাতের পথে চলি।
ওড়না ফেলে নাস্তিকেরা মা সৃজন-সম্মান চায়,
গাধাগুলো মাগো বিকিয়েছে মেধা কত না সস্তায়!
Collected from – (Dr. BM M Rahman)