আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
আজকে আপনাদের সামনে নতুন টিউন নিয়ে হাজির হলাম।
আজকের টিউন টি হল কি ভাবে খুব সহজে আপনার মোবাইল দিয়ে তোলা ছবি কে DSLR STYLE Effect দিবেন।
তাহলে চলুন আর কথা বাডাব না:
প্রথমে এখান থেকে After fokas pro app টি ডাউনলোড করে নিন।এরপর এপটি ওপেন করুন।
ওপেন হওয়ার পর একটা ছবি select কিরে নিন।
এখন এর বিভিন্ন functions এর সংক্্ষিপ্ত বিবরণ দেখে নিন।
১)Fukas: এটি দ্বারা আপনি ছবির যত টুকু অংশ blur করবেন না ততটুকু চি্হ্নিত করতে পারবেন।
৩)BG: এটি দ্বারা আপনার ছবির fokas এর বাহিরের অংশ চিহ্নিত করতে পারবেন।অর্থাৎ আপনার ছবির বাহিরে র অংশ গুলো blur করতে পারবেন।
৪)Eraser:আপনার ছবির কোনো অংশে fokas or mid or bg বেশি হলে এটি দ্বারা মুছে ফেলতে পারবেন।
৫)zoom:এটি ব্যবহার করে ছবি কে ছোট বড় করতে পারবেন যাতে করে আপনার ছবিতে fokas or bg দিতে সুবিধা হয়।
৬)Back:ছবি র কোনো অংশে ভুল হয়ে গেলে এটি দ্বারা পেছনে আসতে পারবেন।
৭)Preview:আপনার ছবির সব কিছু হয়ে গেলে অর্থাৎ fokas and bg দেওয়া শেষ হলে এটি দ্বারা আপনার ছবি টি কেমন হয়েছে তা দেখতে পারবেন ।
A)Blur :এটি দ্বারা ছবির ব্লুর বাড়াতে বা কমাতে পারবেন।
B)filter: এখানে অনেক effect দেয়া থাকে।আপনার ইচ্ছে মত যেকোন effect select করে নিতে পারেন।
সব শেষ এ save বাটনে ক্লিক করে সেইব করে নিন।
আপনারা যদি কোনো কিছু না ভুজেন তা হলে কমেন্ট করবেন।
আর তারপর ও যদি না ভুজেন তা হলে ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিতে পারেন।
যদি ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে Subscribe বাটনে ক্লিক করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।দেখা হবে অন্য কোনো টিউনে। সে পর্যন্ত ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
সৌজন্যে:আমার সাইট