Site icon Trickbd.com

কিছু এ্যপস/সাইট ব্যবহার করে এবছরটা কেমন যাবে জেনে নেওয়া- বিষয়ে ঐশি বক্তব্য

কিছু ভাইকে দেখা যাচ্ছে কিছু এ্যপস/সাইট ব্যবহার করে এবছরটা কেমন যাবে, সে দেখতে কেমন, কে সেরা বন্ধু ইত্যাদি বিভিন্ন বিষয় নির্ধারণ করে এবং সবার মাঝে শেয়ার করে। অথচ এটা জ্যোতিষি বা গণকের আচরণ, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আর আমরা এ নিষিদ্ধ বিষয়টাকেই সবার মধ্যে প্রচার করে বেড়াচ্ছি, যাতে নিজের সাথে অন্যেরও ক্ষতি হচ্ছে। তাই এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত! – ”যে একজন ভবিষ্যতবক্তা গণকের কাছে গেল এবং সে যা বলে তা বিশ্বাস করে, মুহাম্মদের নিকট যা অবতীর্ণ হয়েছিল সে তা অবিশ্বাস করল।” [হাদীসঃ আহমাদ ও আবু দাউদ]


কেউ যদি এইগুলো বিশ্বাস না করে কিন্তু কৌতুহলবশত জানতে চায় তবুও সে মারাত্মক গুনাহগার- রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে গণকের কাছে যায় এবং কোন বিষয়ে জিজ্ঞাসা করে তার চল্লিশ দিন ও রাত্রির নামাজ কবুল করা হবে না।” [ হাদীসঃ মুসলিম শরীফ]



>>>>>>>>>>>>> Subscribe and Help You will get Back <<<<<<<<<<<<<<