বাংলা সিনেমায় সালমান
শাহের আবির্ভাব ধূমকেতুর মতোই। নাইট কুইন ফুলের মতো সুবাস
বিলিয়ে হারিয়ে গেছেন আজকের এই দিনে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে
নিজ বাসায় মেলে তার মরদেহ। যা হত্যা নাকি
আত্মহত্যা, আজো ফয়সালা হয়নি।
১৯৯০-এর দশকের
এই শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৯৩ সালে তার অভিনীত
প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত
কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে
নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।
বাংলাদেশি বাংলা ছবির প্রায়
৫০ বছরের ইতিহাসে সেই প্রাচীন আমলে রহমান এবং নায়করাজ
রাজ্জাকের পর সালমানই একমাত্র।নায়ক যিনি
সর্বমহলে তার গ্রহনযোগ্যতা তৈরী করতে এবং
তরুনদের স্টাইল আইকন হিসেবে
প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন।
আজকের এই দিনে তার মৃত্যু হয়েছিল। আমাদের দোয়া রইল তা আন্তার জন্য।