Site icon Trickbd.com

? তারাবীহর নামাজের বিষয়,⏰ রমজানের সময়সূচী এবং আরো অনেক ইসলামিক বিষয় একটি অ্যাপে। ⭐তাড়াতাড়ি ডাউনলোড বা আপডেট করে নিন⭐

আসালামু আলাইকুম, আল্লাহর রমতে নিশ্চয়ই সবাই ভাল আছেন।

তারাবীহ এবং রমজানের অনেক গুলো বিষয় যুক্ত হয়ছে সহীহ ইসলামিক অ্যাপে। এই অ্যাপ আরও অনেক ইসলামিক বিষয় আছে যারা জানেননা তাদের জন্য নিচে দেওয়া আছে।

★ রমজানঃ বাংলাদেশের ৬৪ জেলার রমজানের সময়সূচী। তার সাথে সাথে রোজার দোয়া, ইফতারের নিয়ত, রোজা মাক্রুহ ও ভঙ্গের কারণ এবং আরও অনেক কিছু।

★ নামাজঃ অযু, নামাজ আদায় করার নিয়ম, নিয়ত, ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নামাজ ভঙ্গের কারণ, নামাজের নিষিদ্ধ সময়, তারাবীহর নামাজের বিষয়, জামায়াতে নামাজ আদায় করার সময় যে ভুলগুলো হয় সমূহ নিয়ে আলোচনা করা হয়ছে ।

তাছাড়া সূরা ও দোয়া আরবি ও বাংলা অর্থসহ এবং নামাজের ফজিলত ও না পড়লে শাস্তি নিয়ে আলোচনা করা হয়ছে ।

★ আল্লাহ্‌র ৯৯টি নামঃ আল্লাহ্‌র ৯৯টি নামের বাংলা অর্থসহ এবং ফজিলত নিয়ে আলোচনা করা হয়ছে।

★ তাসবিহ ও দুরুদ শরীফঃ ফজিলত পূর্ণ তাসবিহ ও দুরুদ শরীফ নিয়ে আলোচনা করা হয়ছে।

★ নবীজির বাণীঃ নবীজির কয়েকটি বাণী খুব সুন্দর করে দেওয়া হয়ছে।

সহীহ ইসলামিক অ্যাপটিতে এই বিষয় গুলো অনেক অনেক সুন্দর করে আলোচনা করা হয়ছে ।

তাই দেরি না করে আজই ডাউনলোড বা আপডেট করেনিন অ্যাপটি।

 ডাউনলোড

আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন খারাপ কমেন্ট করবেন না।

সবাই ভাল থাকবেন আর সাথে সাথে অন্যকে ভাল রাখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই ট্রিকবিডি এর সাথে থাকবেন।

আল্লাহ্‌ আমাদের উপর যেন রহমত নাযিল করেন । আমীন

আমাদের ফেসবুক পেজটি হলঃ WoW Turn