Site icon Trickbd.com

নয়া আইফোনে থাকতে পারে ৩টি চমকপ্রদ বৈশিষ্ট্য

Unnamed

আইফোন ৬ এবং ৬ প্লাস নিয়ে মানুষের পাগলামীর
নমুনা সবাই দেখেছেন। এ মাসের ৯ তারিখে
আসছে পরের সংস্করণ। আবারো উত্তেজনা
চড়ছে প্রযুক্তির দুনিয়ায়। অ্যাপল তার নতুন পণ্য
সম্পর্কে কোনো তথ্য একেবারেই ফাঁস
করতে চায় না। কিন্তু তারপরও কি সামাল দেওয়া যায়!
নতুন আইফোন ৬এস নাকি চমকপ্রদ তিনটি বৈশিষ্ট্য
নিয়ে আসছে। এ খবরই গুঞ্জণ তুলছে চারদিকে।
১. আরো শক্তিশালী ক্যামেরা : আগের মডেল
দুটোতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া
হয়েছে। এগুলো ইতিমধ্যে স্মার্টফোন দুনিয়ায়
সেরা দুটো ক্যামেরা-ফোন বলে মত দিয়েছেন
বিশেষজ্ঞরা। অন্যান্য ব্র্যান্ডের দ্বিগুণ
মেগাপিক্সেল নিয়েও আইফোনের ক্যামেরাকে

কেউ টেক্কা দিতে পারেনি। নতুন মডেলে
আরো শক্তিশালী ক্যামেরা থাকবে। এটা হয়তো
১২ মেগাপিক্সেল বা ১৬ মেগাপিক্সেল পর্যন্ত
হতে পারে। আর ৪কে ভিডিও রেকর্ডিং করা যাবে
নতুন মডেলে।
২. অমর ব্যাটারি : রটে যাওয়া খবরে বলা হচ্ছে, নতুন
মডেলের ব্যাটারিকে অমরত্ব প্রদান করেছে
অ্যাপল। এমনিতেই ৬ এবং ৬ প্লাস মডেলের ব্যাটারি
যথেষ্ট শক্তিশালী। পরীক্ষায় দেখা গেছে,
আইফোন ৬-এর ব্যাটারি ১০ ঘণ্টা সার্ভিস দিতে পারে।
আইফোন ৬ প্লাস তো ১৭ ঘণ্টা সচল রাখতে
পারে ফোনকে। এর সঙ্গে তারবিহীন চার্জের
জন্যে চার্জিং ম্যাট জুড়ে দেওয়া হবে।
৩. শক্তিশালী প্রসেসর : এদের এ৯ প্রসেসর
হবে নিঃসন্দেহে এ৮ প্রসেসরের চেয়ে
অনেক বেশি শক্তিশালী। একে দানবীয় শক্তির
অধিকারী বলা না গেলেও প্রয়োজনের চেয়ে
বেশি বলতেই হবে। অ্যাপ আর উইডগেট যখন
প্রতিনিয়ত প্রসেসরের শক্তি নেবে, তখন ইনকামিং
মেসেজ বা কল বা অন্যান্য কাজে খুব সহজেই
শক্তির সরবরাহ দেবে এ৯। এলজি বা মটোরোলার
স্মার্টফোনে আঙুলের ছোঁয়াতে দ্রুততার
সঙ্গে সময় বা শেষ মেসেজটি দেখে নেওয়ার
ব্যবস্থা আছে। আগের আইফোনগুলোতে সে
ব্যবস্থা ছিল না। তবে নতুনগুলোতে যদি দেওয়া
হয়, তবে প্রসেসরটি সত্যিকার অর্থেই অনেক
শক্তিশালী হতে হবে।

নতুন নতুন গান ডাউণলোড করতে @MyTune24.com