Site icon Trickbd.com

দেখে নিন বস২ এবং নবাব ছবির কত টাকা ইনকাম করেছেন write by riaj

Unnamed

বস২ বা বস ২: ব্যক টু রুল হল ভারত-বাংলাদেশ যৌথ

প্রযোজনার চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ২০১৩ সালে মুক্তি প্রাপ্ত

বস চলচ্চিত্রের দ্বিতীয় পর্ব বা অংশ। এই পর্বের চলচ্চিত্রের

কাহীনি সম্পূর্ন মৌলিক। চলচ্চিত্রে প্রধান চরিত্রে রয়েছেন জিৎ,

শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত ফারিয়া মাজহার।

বস ২: ব্যাক টু রুল

পরিচালক বাবা যাদব

অভিনেতা

জিৎ

শুভশ্রী গাঙ্গুলী

নুসরাত ফারিয়া মাজহার

ইন্দ্রনীল সেনগুপ্ত

অমিত হাসান

সুরকার জিৎ গাঙ্গুলী

মুক্তি

২৩ জুন ২০১৭[১]

দেশ ভারত
বাংলাদেশ
ভাষা বাংলা
নির্মাণব্যয় ₹৬.৫০ কোটি (US$১.৩ মিলিয়ন)

আয় ₹২.১৫ কোটি (US$৪,২৮,৯২৫)[২] (প্রথম ১০ দিনে)

(ভারত)

এই চলচ্চিত্রটি ২০১৭ সালের ২৩ জুন পশ্চিমবঙ্গ (ভারত) ও

২৫ জুন বাংলাদেশে মুক্তি পায়।

চলচিত্রটি পশ্চিমবঙ্গে প্রথম দিনেই ₹০.৩৭ কোটি

(US$৭৩,৮১৫)[৩] টাকা আয় করে।।।।।।।।।।
↑↑↑↓

এবার দেখেন নবাব ছবির ইনকাম

নবাব জয়দেব মুখার্জী পরিচালিত ইন্দো-বাংলাদেশ যৌথ

প্রযোজনার রোম্যান্টিক থ্রিলার চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়া ও

এসকে মুভিজ এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আব্দুল

আজিজ ও হিমাংশু ধানুকা। ছবির কাহিনী লিখেছেন পেলে

ভট্টাচার্য এবং চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পেলে ভট্টাচার্য ও

জয়দেব মুখার্জী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব

খান।[১] এছাড়া অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী

গাঙ্গুলী, রজতাভ দত্ত, সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান,

অপরাজিতা আঢ্য, ও খরাজ মুখোপাধ্যায়।

নবাব

পরিচালক জয়দেব মুখার্জী
প্রযোজক

আব্দুল আজিজ
হিমাংশু ধানুকা

চিত্রনাট্যকার

পেলে ভট্টাচার্য
জয়দেব মুখার্জী

গল্পকার পেলে ভট্টাচার্য
অভিনেতা

শাকিব খান
শুভশ্রী গাঙ্গুলী
রজতাভ দত্ত
অমিত হাসান
অপরাজিতা আঢ্য

সুরকার স্যাভি গুপ্ত
আকাশ
চিত্রগ্রাহক তুবান

সম্পাদক সোমনাথ দে
স্টুডিও জাজ মাল্টিমিডিয়া
এসকে মুভিজ
পরিবেশক জাজ মাল্টিমিডিয়া
এসকে মুভিজ
মুক্তি

২৬ জুন ২০১৭ (বাংলাদেশ)
জুলাই ২০১৭ (বিশ্বব্যাপী)

দৈর্ঘ্য ১৪০ মিনিট
দেশ বাংলাদেশ
ভারত
ভাষা বাংলা
নির্মাণব্যয় ৪.৫ কোটি টাকা
আয় প্রায় ১২.৪০ কোটি টাকা( ২১ দিনে)

নবাব চলচ্চিত্রটি ২০১৭ সালে ২৬ জুন ঈদুল ফিতরে বাংলাদেশে

মুক্তি পায়।[২] বাংলাদেশে ১২৮টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি

দেওয়া হয়।[৩] পরে জুলাই মাসে ছবিটি ভারতে মুক্তি দেওয়া

হয়।।।

ভালো লাগলে কমেন্ট করেন।।।।