Site icon Trickbd.com

আপনি কি iphone কিনতে ইচ্ছুক?? তাহলে এখুনই এই পোস্টে টি দেখুন, না দেখলেই লস……………

Unnamed

আইফোন দিয়ে অনেক কিছু করা যায় না। নিচে
তেমন কিছু উদাহরণ দেয়া হলো।

১। অন্য সব ফোনের মত নেট ছাড়া রেডিও শুনা
যায় না।

২। সিমে সরাসরি ফোন নাম্বার সেভ করা যায়
না।

৩। পেটার্ন লক করা যায় না। তবে জেইলব্রেক
করা থাকলে যায়।

৪। নেট থেকে ডাউনলোড করা গান, ভিডিও
ডাইরেক্ট মিউজিক বা ভিডিও অ্যাপসে নেয়া
যায় না। তবে জেইলব্রেক করা থাকলে ব্রিজ
টুইক দিয়ে যায়। তবে Youtube ++ দিয়ে ভিডিও
ডাউনলোড করে ফটোস অ্যাপসে নেয়া যায়।

৫। ম্যামোরি কার্ড লাগিয়ে ম্যামোরি

বাড়ানো যায় না।

৬। ব্লুটুথ দিয়ে কোন কিছু শেয়ার করা যায় না।
তবে জেইলব্রেক করলে ব্লুটুথ যেকোন ফোনের
সাথে কানেক্ট করা যায়।

৭। অ্যাপল আইডি ছাড়া কোন অ্যাপস ইন্সটল
করা যায় না। তবে জেইলব্রেক করা থাকলে
ক্র্যাকড অ্যাপ ইন্সটল করা যায়। এছাড়া
আজকাল অনেক সোর্স থেকে ক্র্যাকড অ্যাপস
ডাউনলোড করা যায়।

৮। ভিন্ন ভিন্ন আইটিউনস থেকে এক আইফোনে
গান, ভিডিও, রিংটোন ভরা যায় না। তবে
জেইলব্রেক করা থাকলে যায়।

৯। MP3 ফরম্যাটের রিংটোন চালানো যায় না।
M4A ফরম্যাটের রিংটোন লাগে।

১০। কল রেকর্ড করা যায় না। তবে জেইলব্রেক
থাকলে যেতে পারে।

১১। বেক বাটন নেই তবে ইজি টাচের মাধ্যামে
ব্যবহার করা যায়।

১২। শুধু হোম বাটন আছে ।

আরও অনেক বিষয় আছে যা আইফোনের হাই
ল্যাভেলের সিকিউরিটির জন্য অ্যাপল
অনুমোদন করে না।

পোষ্টটি শেয়ার করে আপনার আশেপাশের
আইফোন ইউজারদের দেখার সুযোগ করে দিন।

কিছু জানার প্রয়োজনে কমেন্ট করুন