পড়ালেখায় মনোযোগ দিতে পারছেন না? তাহলে আপনার জন্য কিছু টিপস। পড়া লেখা করতে চাই কিন্তু মন বসে না!
এই প্রশ্ন ৭০% ছাত্রের মধ্যে… তবে এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। অনেকেই রুটিন তৈরি করে থাকে তবে সকলে তা মেইনটেন্ট করতে পারে না।
তাহলে আমি কিভাবে মনযোগী হব?
এই টিপসগুলো দেখুন সময় নির্বাচন করুন সারা দিন কি করবেন না করবেন তা আপনার ব্যাক্তিগত ব্যাপার তবে একটা সময় ভাবুন যে সময়ে আপনি একদম ফ্রি! এমন ২-৩ ঘন্টা সময় বের করুন। সেই সময় আসার পূর্বে প্রস্তুতি নিন। পড়ায়তো বসলাম কিন্তু মনযোগী হতে পারছি না। আপনি যে সময় নির্বাচন করেছেন তার আগে আপনার মনে যা ভাবনা আসে তা ভেবে নিন এবং পড়ায় বসে ঐ ভাবনায় কখনই যাবেন না। যদি পড়ার ঐ ভাবনাগুলো মনে আসে তাহলে নিজে নিজেকে বুঝান যে এই ভাবনার জন্য আমার অন্য সময় নির্ধারণ করা আছে তাই আমি এখন শুধু পড়বো। পড়ার সময় ব্রেক নেওয়া ধরুন আপনি অংক করছেন এবং অংকা করা শেষতম তাহলে এখন অন্য একটা বিষয় নিয়ে পড়বেন তখন ৫-১০ মিনিট বিরতি নিন এতে পড়ায় আরো মনযোগ দিতে পারবেন।
My Site: PriyoTunesBD.Com
এই সাইটে কিছু ট্রেইনার লাগবে। (সাইটটি ফ্রিবেসিকসে সার্চ করেও পাবেন)