Site icon Trickbd.com

জিমেইলে নতুন এক সুবিধা

Unnamed

ইমেইলের মধ্যে ঠিকানা ও ফোন নম্বর লিখলে তা চিনে নিয়ে লিংক করে ফেলবে জিমেইল। গুগলের অফিশিয়াল ব্লগে এ বিষয়ে একটি পোষ্ট দেয়া হয়েছে।

জি-স্যুটের সব ভার্সনে এই সুবিধা পাওয়া যাবে।

ইমেইল বডিতে লেখা শব্দের মধ্যে ফোন থাকলে সেটাতে ক্লিক করে সরাসরি কল করা যাবে। এছাড়া ঠিকানায় ক্লিক করে গুগল ম্যাপে তার অবস্থান দেখা যাবে।

আগে অ্যান্ডুয়েড ও আইওএস ডিভাইসগুলো ফোন নম্বর চিনে নিত, কিন্তু কোনো ইমেইল সার্ভিস প্রোভাইডার হিসেবে জিমেইলের এই সেবা এই প্রথম।