প্রথমে আপনার NID card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা ভালো ভাবে দেখে নিন।
আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি অন্য কার সিম
রেজিস্ট্রেশন হয়ে থাকে তবে খুবই খারাপ
সংবাদ।
তাহলে তার দায় নিতে হবে আপনার।
আজই যাচাই করুন আপনার NID দিয়ে অন্য কেউ চুরি
করে সিম রেজিস্ট্রেশন করেছে কিনা!
বাংলালিংকঃ *1600*2#
রবিঃ *1600*3#
জিপি* REG টাইপ করুন এবং
4949 নম্বরে পাঠাতে হবে।
এয়ারটেল *121*444#
টেলিটক* Q টাইপ করুন এবং 1600 নম্বরে পাঠাতে
হবে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন ।