Site icon Trickbd.com

গাড়িতে বমির ভয় থাকলে কী করবেন দেখে নিন।

Unnamed

আসসালামু ওয়ালাইকুম।
কেমন আছেন আপনি?


বাস বা ট্রেনে কোথাও বেড়াতে যাওয়ার নাম শুনলেই দশ পা পিছিয়ে যান আপনি।
ভয় হয় প্রতিবারের মতো যদি বমি করে ভাসিয়ে দেন!


মাথাটা ঘোরে!
এবার এসব ভয় ছেড়ে কিছু টোটকা আছে যা মেনে চললে থাকবেন একদম ফিট।


বেড়াতে যাওয়ার আগের দিন ভাল করে রাতের ঘুমিয়ে নিন। বাড়ির লোকজন বা বন্ধুরা যতই বলুক পেট খালি রেখে গাড়িতে উঠতে মোটে শুনবেন না।

খালি পেটে ফল উলটো হয়।

হালকা সেদ্ধ কিছু খাবার খান।

তবে পেট পুরে আবার খেয়ে ফেলবেন না যেন।

আর পেট পুরে পানি পান না করাই উত্তম।

বড় করে একটা শ্বাস নিয়ে নিন গাড়িতে বসে।

অস্বস্তি হলেই এটা করুন।

মুখে চুইংগাম বা ক্যান্ডি রাখতে পারেন।

সেক্ষেত্রে মিন্ট ফ্লেভারটাই বেস্ট।

লবঙ্গ রাখুন মুখে, বেশ উপকারি।

এরকম পরিস্থিতিতে আদাও কিন্তু বেশ উপকারি।

একটু বিটনুন মাখিয়ে এক কুচি আদা মুখে রাখুন।
উপকার পাবেন।


সঙ্গে রাখতে পারেন পাতিলেবু আর বিট লবন।

এক টুকরো লেবুর মধ্যে বিটনুনটা মাখিয়ে রাখতে পারেন।

মাথা ঘুরলে বা বমি বমি ভাব হলে একটু জিভে ঠেকিয়ে নেবেন।

দেখবেন অনেকটা রিলিফ লাগবে।

বিট লবনের বদলে সৈন্ধব লবনও চলতে পারে।

যদি কোনও কারণে আগের দিন থেকে মাথাটা হালকা ধরে থাকে তবে তা আর বাড়তে দেবেন না।


প্রয়োজনে হালকা ওষুধ নিয়ে নিন।

রাস্তা দীর্ঘ হলে মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে একটু হাত-পা নেড়েচেড়ে নিন।

ধন্যবাদ।