আসসালামু আলাইকুম।
কেমন আছেন? আশা করি ভাল।বেশী কথা বলা যাবে না কারণ আজকের পোস্ট টা অনেক বড়।
তো বুঝতেই পারছেন পোস্ট কি বিষয়ে?
নিচের ছবিটা দেখুন
এটার আসল ছবি হচ্ছে এটা।
তো চলুন দেখি কিভাবে করা যায় এরকম এডিট।
ফোটো এডিট করতে যা যা লাগবে
যদি ওই অ্যাপ না থাকে তাহলে উপরের লিংক থেকে ডাওনলোড করে নিন।
তো চলুন এডিটে
১ম ধাপ
প্রথমে Picsart App টি ওপেন করুন।
তারপর (+) এ ক্লিক করুন
তারপর Edit এ ক্লিক করুন।
তারপর আপনি যে ইমেজ টা এডিট করতে চান তা সিলেক্ট করে Add এ ক্লিক করুন।
এবার ইমেজ ওপেন হলে Cutout এ ক্লিক করুন।
তারপর আপনার শুধু শরীর টা লাল রং করে next এ যান নীচের মত।
তারপর অতিরিক্ত টুকু মুছে সেভ দিন।
তারপর নিচের মত করুন
২য় ধাপ
প্রথমে এই background টি ডাউনলোড করুন।
Download link
দ্বিতীয়ত এটা ডাউনলোড করুন
Download link
এখন picsart app টা ওপেন করুন
আগের মত (+) এ ক্লিক করুন
আবার আগের মত Edit এ ক্লিক করে ডাওনলোডকৃত ফোটো সিলেক্ট করুন।
তারপর add photo
তারপর দ্বিতিয়বার যেই ইমেজ ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করুন।
এবার blend এ ক্লিক করুন
এবার screen এ ক্লিক করুন।
হুম এবার সুর্য টা ঠিক ঠাক মত বসিয়ে সেভ দিন
৩য় ধাপ
প্রথমে এই ইমেজটি ডাউনলোড করুন
Download link
তারপর এটা
তারপর picsart app open করুন।
তারপর (+) তারপর এডিট তারপর আগের এডিট করা Background টা সিলেক্ট করুন।
তারপর আবার add photo
তারপর আপনার cutout করা ইমেজ সিলেক্ট করে ঠিক ঠাক মত বসান
আবার add photo তে ক্লিক করে চুলের ইমেজ টা নিন।
এটাও ঠিক ঠাক মত বসিয়ে নিন।
তারপর আবার এড ফোটোতে ক্লিক করে চশমা টা নিন
আবার বাড়তি অংশ মুছতে রাবার নিন
বসান হলে এবার Tools এ ক্লিক করুন
তারপর Adjust
তারপর brightness এ ক্লিক করে নিচের মত করুন
অতিরিক্ত অংশ মুছতে রাবার ব্যবহার করুন।
তো কাজ শেষ এবার নীচের মত সেভ করুন।
তো আজ এই পর্যন্তই।
যাদের বুঝতে সমস্যা হয় তারা এই ভিডিও দেখুন।
পোস্ট আর ভিডিও ভাল লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল টা Subscribe করুন।
আমাদের চ্যানেলঃ- OurTips 24
oppppsssss! অবশেষএ সমাপ্ত করলাম।
ভাল থাকুন সুস্থ থাকুন। আর সব সময় আমাদের সাথেই থাকুন।
পরকাশনায়ঃ-