Site icon Trickbd.com

TOP 3 MOVIE AND TV SERIES STREAMING & DOWNLOAD APPS FREE [মেঘা টিউন]

Unnamed

অনেকেই তাদের স্মার্টফোনে মুভি দেখেন। কিন্তু মুভি আর সিরিজ গুলো ডাউনলোড করে দেখতে গিয়ে স্টোরেজ স্পেস শেষ হয়ে যায় আর অনেক টাইম ও নষ্ট হয় ডাউনলোডের পিছে। ফোনের ব্রাউজার থেকে স্ট্রিমিং সাইট গুলোতে ঢুকলে ও পপ আপ এডস এর জন্য শান্তিতে স্ট্রিমিং ও করতে সমস্যা হয়। তাদের জন্যই নিচের এই তিনটি এপ। প্রতিটি এপ এরই আলাদা স্পেশিয়ালিটি আছে।
1. Terrarium TV :
Platform : Android
Link : Terrarium Tv
ফিচার্স :
১. ফাস্ট সার্ভার। এই এপটিতে বেশির ভাগ মুভিই গুগল সার্ভার থেকে স্ট্রিম করার সুযোগ থাকে। এছাড়াও ওপেনলোড সার্ভার তো আছেই। তাই যারা BDIX ইউজার তাদেরজন্য এই এপটি সবচেয়ে ফাস্ট কাজ করবে।
২. হাই কোয়ালিটি। ৫০টির ও বেশি 4k মুভি সহ অধিকাংশ মুভিই 1080p তে স্ট্রিম করার সুযোগ রয়েছে। স্লো কানেকশনের জন্য 480p & 720p তে স্ট্রিম করারও সুযোগ আছে। (এপটিতে HD কোয়ালিটি মূলত 720p নির্দেশ করে আর HQ 480p)
৩. ডাউনলোড। আপনার পছন্দের কোয়ালিটির মুভি পছন্দের সার্ভার (Google/Openload/FliXanity etc.) থেকে ডাউনলোড করার সুযোগ রয়েছে।
৪. প্রায় সব মুভি ও টিভি সিরিজই রয়েছে এপটিতে। কিন্তু টিভি সিরিজের প্রাধান্য বেশি। আর এরসঙ্গে রয়েছে Trakt.tv সাপোর্ট যার মাধ্যমে আপনি কোন সিরিজের কোন এপিসোড পর্যন্ত দেখেছেন তা সহজেই ট্র্যাক করতে পারবেন।
(এই এপটির সাথে আপনার ফোনে MX Player অথবা VLC Media Player ইন্সটল থাকা জরুরি।)
রেটিং : ৪.৫/৫ (পার্সোনাল ফেভরিট )
2. Popcorn Time :

Platform : Android, iOS, Mac, Windows, Linux
Link : Popcorns Time
ফিচার্স :
১. টরেন্ট স্ট্রিমিং। এই এপ এ সব মুভি আর সিরিজ টরেন্ট থেকে স্ট্রিম হয়। তাই মোটামুটি সব ধরণের কোয়ালিটিই পাওয়া যায়।
২. ডাউনলোড ফিচার রয়েছে। যা টরেন্ট থেকে ডাউনলোড করবে কিন্তু আলাদা কোনো ক্লায়েন্ট না লাগে ডিরেক্ট ডাউনলোডের মতোই সহজ। ডাউনলোডের আগে ফাইল সাইজ এনকোডার ইত্যাদি তথ্য জানা যায়।
৩. এপটি ব্যবহার করা Terrarium এর চেয়ে সহজ। কিন্তু স্ট্রিমিং এর জন্য এটলিস্ট ২এমবিপিএস ইন্টারনেট থাকা উচিত।
রেটিং : ৪.৫/৫
3. Showbox :
Platform : Android & iOS (iOS প্ল্যাটফর্মে এপটির নাম Moviebox অথবা Playbox)
Link : MovieBox&Paybox
ফিচার্স :
১. ডিরেক্ট স্ট্রিমিং। অন্যান্য এপের মতো এতো লিংকের ভেজাল নেই। কোয়ালিটি সিলেক্ট করেই দেখা শুরু করতে পারবেন।
২. অধিকাংশ মুভিই 720p
৩. এপটি ব্যবহার করা সবচেয়ে সহজ। কিন্তু স্ট্রিমিং এর জন্য এটলিস্ট ২এমবিপিএস ইন্টারনেট থাকা উচিত।
রেটিং : ৩.৫/৫

[এপগুলো কোন প্ল্যাটফর্মে ইন্সটল করবেন ওই অনুযায়ী ইন্স্টল্ এর প্রক্রিয়া ভিন্ন। ইউটিউবে সার্চ দিলেই ইন্সটল করার প্রক্রিয়া পেয়ে যাবেন। তাছাড়া এপের লিঙ্ক গুলোতেও পাবেন।]
আশা করি পোস্টটা আপনাদের উপকারে দিবে।ভুল ত্রুটি হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


সম্পূর্ন ক্রেডিট মুভি লাভারস অব বাংলাদেশের

Join This Group
Link Credit SaaD Vai