আমরা অনেকেই জানি আদা একটি ভেষজ ঔষধ। আদার অনেক গুনাগুন আছে। নিচে দেওয়া হল গুন গুলো:
১. আদা ঠান্ডা, জর,কাশি জন্য বেশ উপকারি। আদা কুচি করে চার সাথে পান করলে ভাল ফল পাওয়া যায়।
২. বমি বা বমিভাব দুর করে। কুচি করে চিবিয়ে খান অথবা আদা চা খান।
৩.আদার রস ব্যথানাশক ঔষধের মতো কাজ করে। আক্রান্ত স্থানে লাগাতে পারেন আদার রস অথবা পান করে নিতে পারেন।
৪.আদা হজমে সমস্যা সমাধান করে এবং পেটে ব্যথা দূর করতে সহায়তা করে। প্রতিদিন চা পান করুন।
৬.আদা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ফেজবুকে আমি
আমার ইউটিউব নতুন চেনেল সময় পেলে দয়া করে একবার ভিউ করবেন।