আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
স্মার্টফোন নিয়ে আমাদের স্টাইলের অন্ত নেই। প্রতিনিয়ত চেষ্টা করি কিভাবে সখের স্মার্টফোনটিকে আরও একটু আকর্ষণীয় করে তোলা যায়। তারই ধারাবাহিকতায় আপনাদের জন্য নিয়ে এলাম EDGE Music Player যার সাহায্যে আপনি স্ক্রিনের পাশ থেকে মিউজিক প্লেয়ার ওপেন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
একনজরে ফিচারসমূহঃ
★ অ্যাপটিতে দুইটা মোড আছে। নরমাল মোড এবং Edge মোড। নরমাল মোড মানে অন্যান্য প্লেয়ারের মত সুবিধা, আর Edge মোড হল স্ক্রিনের কোণা থেকে প্লেলার ওপেন ও কন্ট্রোল করার সুবিধা। আপনাদের যেটা ভাল লাগে ব্যবহার করবেন। তবে আমি পোস্টে Edge মোড সেটিং করাটা দেখিয়েছি। নরমাল মোড অন্যান্য প্লেয়ারের মত তাই আলাদা করে স্ক্রিনশট দিই নাই। তার জন্য দুঃখিত।
★ লাইট মোডের সাহায্যে অডিও সিলেক্ট, প্লে, পজ করা যায়।
★ প্রায় সব ধরনের ফরম্যাট সাপোর্ট করে ।
★ ফোন থেকে অডিও যোগ করা এবং ব্রাউজ করা যায়।
★ সিম্পল ও ফ্লেক্সিবেল ইন্টারফেস।
★ অডিও অটোমেটিক album, artist, genre তে বিভক্ত হয়
★ S7 এর স্টাইলে Edge স্ক্রিন মিউজিক প্লেয়ার সুবিধা।
★ মিউজিক প্লেয়ার ওপেন করলে উপরের থিম কালার কন্টিনিউয়াস পরিবর্তন হয়। (এই ফিচারটা আমি কোনো প্লেয়ারে এখনও দেখিনি)
★ এন্ড্রোইড ভার্সন 4.3+ এ চলবে
নিচ থেকে ডাউনলোড করে নিন।
EDGE Player Pro size 5.94 mb
ডাউনলোড করা হলে ইনস্টল করুন। জানি আপনারা অনেক এক্সপার্ট তবুও আমি EDGE Player সেটিং দেখিয়ে দিচ্ছি। নিচের স্ক্রিনশট ফলো করুন
কাজ শেষ। অ্যাপ থেকে বের হয়ে আসুন। তারপর শেষের স্ক্রিনশটে দেখানো ২ নং জায়গায় টাচ বা স্যুইপ করলেই নিচের স্ক্রিনশটের মত Edge Player আসবে।
বিঃদ্রঃ অ্যাপটি মাঝে মাঝে ক্লোজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পুনরায় অ্যাপটি চালু করে Edge মোড এনাবেল করতে হবে। EDGE ফিচারের জন্য অ্যাপটি সবসময় ব্যাকগ্রাউন্ডে চালু থাকে যেন স্যুইপ করলেই ওপেন হতে পারে। ভয় নেই এর জন্য বেশি Ram ব্যবহার করে না অ্যাপটি। বিশ্বাস না হলে নিচের স্ক্রিনশট দেখুন।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।