Site icon Trickbd.com

এখন আর কম্পিউটার এর প্রয়োজন নেই, স্মার্টফোন দিয়েই অসাধারন রুপে তৈরি করুন আপনার মোজাইক ছবি!!

Unnamed

সবাই কেমন আছেন,

আশা করি সকলেই ভালো আছেন,

স্থিরচিত্র আমাদের সকলেরই পছন্দ। তবে নিজের ছবি বার স্থিরচিত্রকে যদি সবার কাছে অন্যদের থেকে একটু ভিন্ন ভাবে প্রদর্শন করা যায় তবে তা সকলের কাছেই ভালো লাগে।

তাই তো প্রতিনিয়ত নিত্য নতুন ফিচার প্রয়োগ করা হচ্ছে ছবিতে। তারই ধারাবাহিকতায় একটা অসাধারন ফিচার হলো Photo Mosaic।

অনেকেই প্রশ্ন করতে পারেন ফটো মোজাইক আবার কি?

তাদের জন্য বলছি,

অসংখ্য ছবির ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে একটা পরিপূর্ণ ছবিতে রুপান্তরই হলো ফটো মোজাইক। নিচের ছবিটি দেখলেই বুঝতে পারবেন,

এখন নিশ্চয়ই বুঝতে পেরছেন মোজাইক ছবি বা, ফটো মোজাইক কি।

মোজাইক ছবি তৈরি করার সুন্দর সুন্দর অনেক সফটওয়্যার রয়েছে। তবে সেই সব কম্পিউটার এর জন্য।

মোবাইল এর জন্য মোজাইক তৈরির অ্যাপ অনেক খুঁজেছি কিন্তু কোন অ্যাপই ভালো ফলাফল দিতে পারছে না। তবে আমি যেই পদ্ধতি শেয়ার করবো তাতে অ্যাপ এর থেকে ভালো ফলাফল পাবেন।

এখন শুরু করা যাক:-

প্রথমে Picsart অ্যাপটি ওপেন করুন,আর যাদের এই অ্যাপটি নেই তার প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করে নিন। তারপরে ওপেন করুন।

এরপর গ্রালারি থেকে আপনার যেই ছবিটি মোজাইক ছবি তৈরি করবেন সেইটা সিলেক্ট করে নিন। তারপরে Effect এর ক্লিক করুন।

এইবার নিচের লেখা Colors এ ক্লিক করুন।

তারপরে Color Splash এ ক্লিক করুন।

কখন কালার বার থেকে কমিয়ে সাদা কালো করে নিন।

সাদা কালো হয়ে গেলে Add Photo তে ক্লিক করুন।

এরপরে কেলাজ ছবিটি সিলেক্ট করে এড করে নিন।

এখন নিচের ছবির মাপ অনুযায়ী উপরের ছবিটি অড করে নিন।

এড করা হয়ে গেলে Normal লিখাতে ক্লিক করে Multiply তে ক্লিক করুন।

এইবার দেখুন মোজাইক ইফেক্ট সহ আপনার ছবি তৈরি হয়ে গেল।

এখন ছবিটা সেভ করে নিন।

Grid Photo:

ধন্যবাদ