Site icon Trickbd.com

আপনার স্মার্টফোন দিয়ে স্কেলের পরিমাপ করুন খুব সহজেই।

Unnamed

সবাই কেমন আছেন,

আশা করি সকলেই ভালো আছেন।

টাইটেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজ কি বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের এই পোষ্টটি তাদের জন্য যারা এইটা জানেন না,আর যারা জানেন তারা এরিয়ে যান।

আমাদের অনেক সময় কোনো কিছু পরিমাপের জন‍্য স্কেলের প্রয়োজন হয়। কিন্তু পুরো বাসা বা অফিস খুঁজেও যখন স্কেল পাওয়া যায় না। তখন দোকানে গিয়ে নতুন স্কেল কিনতে হয়।

তবে এখন আর স্কেল কিনতে দোকানে ছুটে যাওয়ার প্রয়োজন নেই। আপনি চাইলে ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করে আপনার পরিমাপটি স্মার্টফোনেই করে নেওয়া যাবে।

তো আর কথা না বলে শুরু করা যাক:-

প্রথমে অ্যাপটি আপনার স্মার্ট ফোনের প্লে-স্টোর অথবা নিচের থেকে ডাউনলোড করে নিন,

ডাউনলোড

এখন অ‍্যাপ্লিকেশনটির সুবিধা গুলো দেখে নেওয়া যাক;-

অ্যাপটিতে রয়েছে একটি পয়েন্টার সেটি নিয়ে নিখুঁত পরিমাপ করা যায়।

এতে অতিরিক্ত কোনো সেটিংসের ঝামেলাও নেই। এর ইউজার ইন্টারফেস অনেক সুন্দর ও সহজ।

ব্যবহারকারীরা চাইলে অ্যাপটির রঙেও পরিবর্তন করতে পারবেন।

আপনি চাইলে এক ক্লিকেই স্কেল পরিমাপের এককের ইউনিট পরিবর্তন করে নেওয়া যাবে।

অ্যাপটি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে।

প্লে-স্টোর থেকে অ্যাপটি ৪.৫ রেটিং প্রাপ্ত।

কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন,

ধন্যবাদ