Site icon Trickbd.com

নিজেই কম্পোজ করুন সম্প্রতি জনপ্রিয় গান “এমন একটা তুমি চাই” [Full Tutorial]

Unnamed


আসসালামু আলাইকুম


জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের ‘এমন একটা তুমি চাই’ গানটি
প্রকাশের পর পরই এ গানটি ভাইরাল হয়ে যায় অনলাইন দুনিয়ায়। বিশেষ করে ইউটিউবে এ গানটি মাত্র দুদিনে উপভোগ করেছেন ৭ লাখেরও বেশি শ্রোতা-দর্শক। বর্তমানে এর ভিউয়ার সংখ্যা ৫২ লক্ষ ছাড়িয়ে। মেহেদি হাসান লিমনের লিখা ও
নাজির মাহমুদের সুরে এ গানটির সংগীতায়োজন করেছেন
মুশফিক লিটু। গানটির ভিডিও পরিচালনা করেছেন ভিকি জাহিদ। সিএমভি থেকে প্রকাশ পাওয়া গানটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন সাফা কবির। সবচেয়ে বড় চমক ছিলো ভিডিওটির শেষের দিকে ইমরানের রবোট হয়ে ওঠার বিষয়টি। অডিওতো বটেই এর ভিডিও কনসেপ্ট এবং ইমরান ও সাফার পারফরমেন্সও প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। সব মিলিয়ে নিজের অন্যতম সেরা চমক ইমরান উপহার দিলেন তার ভক্তদের। আর আজ আমি আপনাদের এই গানটির পিয়ানো টিউটোরিয়াল শিখাবো।

এর জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে তা হলো:-
১.একটি এন্ড্রয়েড ফোন
২.Perfect Piano.Apk

Perfect Piano নিয়ে Trickbd তে অনেক পোস্ট রয়েছে তাই এটা নিয়ে আর বিস্তারিত লিখলাম না।
তো চলুন শেখা যাক,

শেখার আগে কিছু কথা:- Piano শিখতে হলে প্রথমে আপনাকে Piano এর নোট গুলো জানতে এবং শিখতে
হবে। সাতটি নোট রয়েছে তা শিখতে হবে, আরো অনেক কিছুই রয়েছে যা বুজবেন না। কারন অনেকই পিয়ানো
জানেন না বা অনেকই নতুন আর তাই আপনাদের জন্য আমি শর্টকাটে Piano শিখাবো। কিন্তু একটি একজন পিয়ানিস্ট
হতে হলে কিন্তু শর্টকাট কখনোই ভালো হবেনা। এটা আপনি শুধু উপভোগের জন্য শিখতে পারেন।
আর হ্যা এখানে A3# বা D4# যাই রয়েছে এগুলো কে ম্যাজোর বোঝানো হয়েছে।

Lets Start

Step:-
1) C4→D4→D4#(5)→D4→D4#
2) D4#→F4→G4→D4#→D4→C4→A3#
3) A3#→D4(8)→F4→D4#→D4→C4
4) C4→D4→D4#(5)
5) D4#→F4→G4→D4#→D4→C4→A3#
6) A3#→D4(8)→F4→D4#→D4→C4
7)G4(6)→F4→G4→G4(6)→F4→G4(3)→G4#→G4→F4→D4#→D4→D4#→F4→F4(6)→G4(2)→G4
8) C4→D4→D4#(5)
9) D4#→F4→G4→D4#→D4→C4→A3#
10) A3#→D4(8)→F4→D4#→D4→C4
11)C4→D4→D4#(5)
12) D4#→F4→G4→D4#→D4→C4→A3#
13) A3#→D4(8)→F4→D4#→D4→C4
14)C4→D4→D4#(5)
15) D4#→F4→G4→D4#→D4→C4→A3#
16) A3#→D4(8)→F4→D4#→D4→C4

ScreenShots:-


ব্যাস এই নোট দিয়েই আপনি গানটি পরিপুর্ন কর‍তে পারবেন।
আর হ্যা কোথাও যদি না বুজতে পারেন তবে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে নক কর‍তে পারেন।
ধন্যবাদ।