Site icon Trickbd.com

গুগলে সার্চ করার চমৎকার কিছু কৌশল, দেখে নিন বিস্তারিত।

Unnamed

সকলে কেমন আছেন,

আশা রাখি ভালো আছেন,

কোন বিষয়ে কিছু জানার প্রয়োজন পড়লেই সবার আগে আমাদের মাথায় আসে গুগলের কথা।

এমন কোন জিনিস নেই যা নিয়ে জানতে চাইলে গুগলের কাছে উত্তর পাওয়া যাবে না। তবুও দেখা যায় অনেক সময়ই কাঙ্ক্ষিত ফলাফল আমরা গুগলে নানাভাবে সার্চ করেও খুঁজে পাই না।

দোষ কিন্তু গুগলের নয়, দোষ হচ্ছে সঠিক ভাবে সার্চ করার কৌশল জানার অভাব।

তাহলে চলুন, আজ দেখে নেওয়া যাক গুগলে সার্চ করার চমৎকার কিছু টিপস যেগুলো আপনাকে সাহায্য করবে কাঙ্ক্ষিত ফলাফল মুহূর্তের ভেতর বের করে ফেলতে।

কোন নির্দিষ্ট সাইট থেকে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করতে:

আমরা অনেক সময়ই দেখতে পাই অনেকে কমেন্ট বক্সে কমেন্টে জানতে চায় “অমুক টপিকের উপর বা ঐ বিষয়ের পোষ্ট এর লিংক হবে?” অথবা “অমুক বিষয়ের উপর কোন পোষ্ট অাগেই করা হয়েছে কি না?”

সেই ক্ষত্রে আপনি নিজেই কিন্তু চাইলে খুব সহজে বের করে ফেলতে পারের লেখাটি কিংবা পোষ্টটি!

মনে করুন আপনি “ রুট “ করা নিয়ে কোন পোষ্ট পড়তে চান, বা দেখতে চান এই রকম পোষ্ট ট্রিকবিডিতে আর হয়েছে কি না।

আপনি গুগলে গিয়ে সার্চ করুন, “ রুট site:trickbd.com” দেখবেন একদম বেছে বেছে “ রুট ” এই টপিকের উপর যত পোষ্ট আছে ট্রিকবিডিতে সব চলে আসবে।

ট্রিকবিডির ভেতরেই নিজস্ব সার্চ বার রয়েছে। বেশিরভাগ সাইটেই এমন সার্চ বার থাকে। কিন্তু গুগলের সাথে কি কারো তুলনা হয়?!

তাই যেকোন সাইটের নিজস্ব সার্চ বারের চেয়েও দ্রুত আর অনায়াসে বের করে ফেলতে পারবে কাঙ্ক্ষিত তথ্য এই কৌশলটি ব্যবহার করে।

কোন নির্দিষ্ট সাইট থেকে কাঙ্ক্ষিত ইমেজ খুঁজে বের করতে:

উপরের কৌশল থেকে তো সহজেই তথ্য বের করতে পারবেন, তা হলে এবার আসা যাক ইমেজ সার্চের প্রসঙ্গে।

যেমন ধরুন আপনি ট্রিকবিডির ছবি গুলো দেখতে চান। আপনি ট্রিকবিডি লিখে সার্চ করলে অনেক রকম ছবি দেখতে পাবেন, এতে করে আপনার ট্রিকবিডির মূল ছবি দেখতে কিছুটা সমস্যা হতে পারে।

আপনি চট করে ট্রিকবিডির মূল ছবি দেখে নিতে চাইলে “ trickbd site:trickbd.com ” লিখে গুগল ইমেজে সার্চ করলে সেই ছবিগুলোর মধ্যে ট্রিকবিডি এর মূল ছবি গুলো পেয়ে যাবন!!

এভাবে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেতে গুগল ইমেজকে আরো কার্যকরভাবে ব্যবহার করতে পারবে।

যে কোন শব্দ বিভ্রাট এড়াতে:

জাগুয়ার একটি অদ্ভুত সুন্দর হিংস্র পশু, মনে করুন আপনি সেটি দেখতে চেয়ে গুগলে সার্চ করলেন। কিন্তু সার্চ করে পেলেন জাগুয়ার নামে একটি জনপ্রিয় গাড়ি কোম্পানির বিবরণ, জাগুয়ার নামের পশুটির লেজেরও দেখা নেই!!

তাহলে উপায়?!

গুগলে কখনো কখনো এমন হয়, একই নামে কয়েকটি জিনিস থাকলে যেটির ব্যাপারে সবচেয়ে মানুষ সার্চ করে গুগল সেটাই দেখায় সার্চ রেজাল্টে।

আর তাই বিভ্রাট এড়াতে “Jaguar–car” লিখে সার্চ করে দেখুন, গুগল বুঝে যাবে আপনি “car” কে সার্চ থেকে বাদ দিতে চাইছেন, তাই সে এবার কেবল শুধু মাত্র পশুর বিবরণই দেখাবে!

আবার অনেক সময় দেখা যায় একই নামে চমৎকার একটি বই এবং চলচ্চিত্র আছে। আপনি জানতে চাইছেন শুধুমাত্র বইটি সম্পর্কে, তখন “বইয়ের নাম–movie” দিলে গুগল শুধুমাত্র বইটি সম্পর্কেই তথ্য দেখাবে।

যখন একসাথে অনেক কিছু সার্চ করতে হয় তখন এই কৌশলটি দারুণ কাজে আসে সময় বাঁচাতে।

উন্নতমানের ডিকশনারি হিসেবে ব্যবহার:

আমাদের প্রত্যেকের স্মার্টফোনেই আজকাল “ইংরেজি থেকে ইংরেজি” অথবা “ইংরেজি থেকে বাংলা” ডিকশনারি থাকে। তবে আপনি চাইলে কিন্তু গুগল দিয়েও চমৎকার ডিকশনারির কাজ চালাতে পারেন।

মনে করুন আপনি “Tombstone” শব্দটির অর্থ জানতে চাচ্ছেন। তাহলে “Define Tombstone” লিখে গুগল সার্চ করলেই শব্দটির অর্থ, উচ্চারণ, বাক্যে ব্যবহার, সমার্থক- বিপরীত শব্দ সবকিছু একসাথে পেয়ে যাবে!

এভাবে যেকোন শব্দের আগে “Define” যোগ করে গুগল করে অত্যন্ত উন্নতমানের ডিকশনারির সুবিধা পেয়ে যাবে।

যে কোন ছবি বিভ্রাট এড়াতে:

মনে করুন আপনি কাউকে নিয়ে একটি লেখা লিখছেন, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়লো সেই মানুষটির একটি পোর্ট্রেট ছবির।

গুগল ইমেজে সার্চ করে দেখলেন নানা রকম ছবি আসছে, কোথাও মানুষটি বসে আছে, কোথাও ভাষণ দিচ্ছে, কোথাও পাশ ফিরে আছে- মনমতো পোর্ট্রেট ছবি পাওয়াই দায়!

তখন এক কাজ করতে পারতে পারেন আপনি, সার্চ পেইজের URL এর শেষে “&imgtype=face” যোগ করে দিন এবং এখন দেখুন সেই ব্যক্তির শুধু মুখের ছবিই আসছে!

শুধু মানুষের ক্ষেত্রেই নয়, অন্য ক্ষেত্রেও এভাবে বেশ দারুন ফলাফল পাওয়া যায়। যেমন “rose” লিখে সার্চ করলে নানা জাতের গোলাপ ফুলের ছবি আসে। কিন্তু সার্চ URL এর শেষে “&imgtype=face” লিখে দিলে মানুষের ছবি আসবে! সেই সব ছবি হয়তো গোলাপের রঙের লিপস্টিক দেওয়া মুখ, বা মাথা গোলাপের মালায় সাজানো মুখ, অর্থাৎ গোলাপের সাথে সংশ্লিষ্ট যত মুখের ছবি আছে সব গুগল আপনাকে এনে দেখাবে।

আশা রাখি এই পদ্ধতি ব্যবহার করে কিছুটা হলেও উপকৃত হবেন। আর পোষ্টি ভালো অবশ্যই জানাবেন।

ধন্যবাদ।

Exit mobile version