আসসালামু আলাইকুম।

আসা করি ভালো আছেন সবাই। আর ভালো না থেকেই বা কি উপায়?

ট্রিকবিডি সাথে যারাই থাকে, তারাই ভালো থাকে।


সব ধরনের পোস্ট সব ধরনের মানুষের পছন্দ হয় না। তাই পোস্টের শুরুতেই অনুরোধ করছি – পোস্ট টি ভালো না লাগলে খারাপ কম্মেন্ট না করে এখনি অন্য পোস্টে যান,  আর পছন্দ হলে দয়া করে পোস্ট টি মন দিয়ে পুরোপুরি পড়ুন।


টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন এটা কি সম্পর্কে এই পোস্ট টা।

তারপরেউ একটু ক্লিয়ার করে বলি।

এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে গানের বাজনার সাথে আপনার নিজের কন্ঠে গান রেকর্ডিং করবেন। তাও আবার অনেক সুন্দর ভাবে।

আর সেই সাথে বেশ কিছু গানের বাজনা (mp3) ও শেয়ার করছি আপনাদের সাথে।

তবে এর জন্য আপনাকে প্রাথমিক পর্যায়ে কিছু MB খরচ করতে হবে।

কারন যে অ্যাপ দিয়ে আপনিগান রেকর্ডিং করবেন সেটা বর্তমানে খুব জনপ্রিয় একটা অ্যাপ। যে অ্যাপ এর বিপরীত কোনো অ্যাপ নেই বললেই চলে।

অ্যাপ টির নামঃ- FL Mobile

গুগল প্লে স্টোরে এই অ্যাপ টির মূল্য ১৩০০টাকা। আমি আপনাদের কে ফ্রি তে এই অ্যাপ টি পাওয়ার ব্যবস্থা করছি।

  • এর আগেউ এই অ্যাপ নিয়ে ট্রিকবিডি তে পোস্ট করা হয়েছে। তারপরেউ এই অ্যাপ নিয়েই দ্বিতীয় বার পোস্ট করছি আমি। নিশ্চয় তার পিছনে কারন আছে।

যেখানে এই অ্যাপ দিয়ে মিউজিক বানানো শেখানো হয়েছে। আর আমি শেখাচ্ছি অডিও মিজিক এর সাথে নিজের কন্ঠ ঠিক করে গান রেকর্ডিং করার নিয়ম। তাছাড়া সেই পোস্টে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হলেউ তা http://linkshrink.net দিয়ে শর্ট করে দেওয়া হয়েছে। যা ট্রিকবিডির নিয়োমের বাইরে। আর তার গুগল ড্রাইভ থেকেউ গুগল টিম সেই অ্যাপ টি ডিলিট করে দিয়েছে। আর শুধু তাই ই নয়। এর জন্য আমি আপনাদের কে অনেক গুলো গানের মিউজিক ও দিচ্ছি।


আসলে এই অ্যাপ সম্পর্কে তেমন বলার কিছুই নেই। এই অ্যাপ দিয়ে অডিও কে ইচ্ছামত এডিট করা যায়।

সে সব দিকে যাবো না। শুধু আজকের এই পোস্টের বিষয় নিয়েই লিখতে চাচ্ছি। তারপরেউ যদি কারো বেশি জানার অগ্রহ থাকে। তাহলে অ্যাপ টি ওপেন করার পরেই একটি Tutorial পাবেন, সেটা দেখে নিলেই বুঝতে পারবেন।

যাইহোক,

 

  • প্রথমেই দেখায় কিভাবে অ্যাপ টি বিনামূল্যে ব্যবহার করবেন।

 

এখানে প্রবেশ করে apk টি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করুন। তারপর ইন্সটল করুন।

তারপর ওপেন করবেন না। ওপেন করার আগে একটা বড় ফাইল ডাউনলোড করতে হবে।

http://fs13.uploadrar.com:182/d/nxswqqtyappay7753whprkuizusgw2vsrt3rdvrwqlav37vssd2umyxkq4y5hbacrfcts2uc/com.imageline.FLM.zip?fbclid=IwAR18d9Rj5hl-SF4kkziYsjHY3Oc7B9TeG2gpG3isNU_2_oD7eqzFpETqBzEএখানে ক্লিক করে  ৮৫৪  মেগাবাইট এর একটা  .zip ফাইল ডাউনলোড করুন। তারপর সেটা Unzip করুন।

zip ফাইল টা ডাউনলোড করতে যেয়ে হয়তো একটু ঝামেলায় পড়তে পারেন। তাই নিচের নিয়ম টি অনুসরণ করুন।

প্রথমে নিচের ছবিতে দেহখানো ১ নাম্বার জায়গাতে ক্লিক করে রোবোট ভেরিফাই করুন।

তারপর ২ নাম্বার জায়গাতে ক্লিক করে টিক চিহ্ন টা তুলে দিন।

 

 

 

নিচের ছবিটির মত

 

তারপর Download বাটনে ক্লিক করুন।

 

তারপর নিচে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

(আমি যে ফাইল ই শেয়ার করি। তার জন্য Google Play Store অথবা Google Drive এর লিংক দেই। কিন্তু এটা Google Drive এ আপলোড দিলেই Google টিপ এটা ডিলিট করে দেবে। তাই অন্য সার্ভারে আপলোড দিলাম। আর এই জন্য আমি দুঃখিত)

Unzip করার জন্য ES File Explorer Pro ব্যবহার করতে পারেন।

Unzip করার পরে আপনি com.imageline.FLM নামের একটা ফোল্ডার পাবেন। সেটা Cut করবেন। এবং আপনার মেমোরি কার্ড এর ভিতরে Android ফোল্ডারের ভিতরে থাকা OBB ফোল্ডার ওপেন করবেন, এবং সেখানে এই ফোল্ডার ( com.imageline.FLM ) টি Paste করে দিবেন।

 

 

নিচের ছবিটির মত । মানে নিচের ছবিতে দেখুন com.imageline.FLM ফাইল টি OBB ফোল্ডারে Paste করতে হবে।

 

 

 

তারপর FL Mobile অ্যাপ টি ওপেন করুন।

 

তারপর আপনি যদি চান কিভাবে মিউজিক বানাবেন সেটা শিখতে। তাহলে এই অ্যাপ থেকে একটা ভিডিও টিউটোরিয়াল টা দেখে নিন।

আর সেই জন্য নিচের দেখানো যায়গাতে ক্লিক করুন।

 

নিচের দেখানো যায়গাতে ক্লিক করুন।

 

 

দেখুন একটা ভিডিও প্লে হবে। এই ভিডিও টা দেখলেই আপনি মিউজিক বানানো সম্পর্কে একটা ধারনা পাবেন।

(আর সমস্যা হলে এই পোস্টের নিচে কম্মেন্ট করবেন অথবা পোস্টের নিচে দেওয়া আমার ফেইবুক লিংকে যেয়ে আমাকে ফেইসবুকে Knock করতে পারেন।)

 

আচ্ছা,

এইবার গান রেকর্ডিং এ আসি।

যেই বাজনার সাথে আপনার গান রেকর্ডিং করতে চান, সেই গান এর mp3 ফাইল টি একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখতে হবে।

কোন ফোল্ডারে রাখবেন সেটা দেখাচ্ছি।

আপনার মেমোরি কার্ড এ দেখুন FLM User Files নামের একটা ফোল্ডার আছে। সেটা ওপেন করুন।

 

 

তারপর  My Samples ফোল্ডার টি ওপেন করুন।

 

তারপর এই ফোল্ডারে আপনার মিউজিক টা রেখে দিন।

 

আচ্ছা, এইবার FL Mobile অ্যাপ টি ওপেন করুন।

এবং কাঙ্ক্ষিত গানের মিউজিক টি এই অ্যাপ এ Attach করতে হবে।

আর তার জন্য নিচের ছবি গুলো অনুসরণ করুন।

 

 

 

এইবার দেখুন আপনার সেই ফোল্ডারে রাখা mp3 গুলো দেখাচ্ছে। যে ফাইল টি তে টাচ করবেন, সেটাই এই অ্যাপ এ Attach হবে।

 

 

 

 

 

 

 

 

এইবার রেকর্ডিং করবেন আপনার কন্ঠে গান।

তার জন্য প্রথমেই মোবাইলের হেডফোন টা কানেক্ট করুন।

 

এবং তারপর নিচের ছবিতে দেখানো + এ ক্লিক করুন।

 

 

 

তারপর আপনার ভয়েস ট্র্যাক করার জন্য আস্তে করে Hello বলুন।

 

যদি ট্রাক না হয়, তাহলে Try again করবেন।

 

দেখুন ট্রাক হয়ে গেছে।

সেখানে OK তে ক্লিক করবেন।

 

 

তারপর নিচের দেখানো ১ নং জায়গাতে তে একবার টাচ করুন।

২ নাম্বার জায়গাতে ক্লিক করে রেকর্ডিং সিস্টেম টা অন করুন।

তারপর ৩ নাম্বার জায়গাতে টাচ করুন। দেখুন মিউজিক প্লে হয়েছে।

 

 

 

 

 

 

তারপর দেখুন মিজিক প্লে হয়েছে। এখন এই মিউজিকের সাথে মিল রেখে আপনার কন্ঠে গান বলা শুরু করুন। গান শেষ না হওয়া পর্যন্ত  হেডফোন খুলবেন না।

তারপর গান টা কিভাবে সেভ করবেন দেখাচ্ছি।

 

অনুসরণ করুন নিচের ছবি গুলো।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এবার চলুন দেখায় যে গান টি সেভ করা হলো, সেটা মেমোরি কার্ট এর কোথায় পাবেন।

লক্ষ করুন নিচের ছবি গুলো…………………………..

 

 

 

 

 

এই My Tracks ফোল্ডারের ভিতরেই আপনার Save করা ফাইল টি পাবেন।

 

 

 

(সংগত কারন বসত কয়েকটা ছবিতে মোবাইলের বাইরের দিক টাও থাকার জন্য আমি ট্রিকবিডি টিমের কাছে দুঃখিত। ট্রিকবিডি টিম যদি এটা অন্যায় বলে বিবেচনা করেন তাহলে দয়া করে আমাকে যেনো জানিয়ে দেন। তাহলে পরবর্তীতে আমি শুধরিয়ে নেবো)

 

 


এইবার চলুন আপনাদের কে কিছু গানের মিউজিক দিই।

 

(অনেকেই আমাকে তাদের কিছু মিউজিকের জন্য রিকুয়েস্ট করেছেন। আমি সকলের মিউজিক পাইনি। তাই সকলের রিকুয়েস্ট করা মিউজিক দিতে পারলাম না। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে অনেক মিউজিক পেয়েছি, যেগুলো আমার নিচে শেয়ার করা মিউজিকের ভিতরেই আছে।)

আমার আগের ৩টা পোস্ট থেকে ৭০টি গানের মিউজিক পাবেন।

১ম পোস্টঃ- গান পাগলদের জন্য ২৩ টি ভারতীয় বাংলা গানের বাজনা। মিস করবেন না।

২য় পোস্টঃ- গান পাগলদের জন্য ৩৩ টি বাংলাদেশি গানের বাজনা। মিস করবেন না।

৩য় পোস্টঃ- গান পাগলদের জন্য ১৪ টি গানের বাজনা। মিস করবেন না।


 

এখন আরো কিছু গানের মিউজিক দিচ্ছি নিচে।

পছন্দের গুলো ডাউনলোড করে নিন।

 

01. Age Ki Shundor Din Kataitam By Kaya (12 MB)

02. Ami Tomar Kache By Arijit Singh (9 MB)

03. Ashona Valobashona Borbad Bangla Karaoke (9 MB)

04. Bangladesh (Amar Sonar Bangla) By James (15 MB)

05. Bhalobashbo Bashbo Re Bondhu By Habib (13 MB)

06. Bioscope (Tomar Barir Ronger Melay) By Sanjeeb Chowdhury (6 MB)

07. Bondhu Tor Barat Niya By Subir Nandi (9 MB)

08. Brishti Pore Tapur Tupur By Selim Chowdhury (11 MB)

09. Chiro Dini Tumi Je Amar By Kishore Kumar (16 MB)

10. Chokh Je Moner Kotha Bole By Khondokar Nurul Alom (8 MB)

11. Chole Gecho Tate Ki (11 MB)

12. Dhaker Tale Komar Dole By Abhijeet & Parinita & Shudipta (11 MB)


এইবার কয়েকটা হিন্দি গানের বাজনা দিচ্ছি।

অনেক গুলো ফাইল শেয়ার করেছি, তাই কোনো ফাইল একাধিক হতেই পারে। ক্ষমা করবেন।

বানান ভুল হলে ধরিয়ে দিবেন।

আর কিভাবে নিজের কন্ঠে গান রেকর্ডিং করবেন সেটা পোস্টে বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন। ক্লিয়ার বুঝতে পারবেন।

 

 

 

প্লিজ ভাই, দয়া করে  __আমার চ্যানেল টি__ ঘুরে আসুন। দেখবেন উপকৃত হবেন।

।ভালো থাকুন।

….আল্লাহ হাফেজ….

 

 

62 thoughts on "শিখুন কিভাবে বাজনার সাথে আপনার কন্ঠে গান রেকর্ডিং করবেন। সাথে নিন প্রায় 180 টি বাংলা গানের বাজনা।"

  1. Abdul Gaffar Contributor says:
    Zip file এত বড় কেন? আরেকটু ছোট হয় না!
    1. Tuhin Author Post Creator says:
      আমি চাইলেই এটা ছোটো কর‍তে পারি না।
    2. Abdul Gaffar Contributor says:
      তাহলে ছোট করে দিন
    3. Abdul Gaffar Contributor says:
      50 MB r temon ki kom? 200 kora jayna?
    4. Tuhin Author Post Creator says:
      এএ চেয়ে ছোট করতে আমি পারি না ভাই।
      আপনি যদি পারেন, তো আমাকে শেখাতে পারেন ভাই।
  2. Gangster Contributor says:
    খুবই সুন্দর পোস্ট।?
    1. Tuhin Author Post Creator says:
      ধন্যবাদ
  3. Rasel islam Contributor says:
    zip ফাইল টা apk আসছে কেন
    1. Tuhin Author Post Creator says:
      পোস্ট Updated.
      এখন দেখুন ডাউনলোডের নিয়ম টাও দেখিয়েছি।
  4. MD Mizan Author says:
    nice post carry on….
    1. Tuhin Author Post Creator says:
      tnx
  5. আমিতো ভেবেছিলাম এটা ইমরুজ ভাইয়ের পোস্ট।কিন্তু আপনার পোস্ট দেখে অবাক হয়ে গেলাম।অসাধারন পোস্ট।Go ahead
    1. Tuhin Author Post Creator says:
      hmmmmmmmmmmm
  6. Trickbd Support Moderator says:
    ওয়েল ডান।
    বোনাস!
    1. Tuhin Author Post Creator says:
      কিসের বোনাস ভাই?
    2. Trickbd Support Moderator says:
      ট্রিকবিডি রিওয়ার্ড বোনাস (৳).
    3. Tuhin Author Post Creator says:
      Ei bonus ta muloto koser jonno?
      Jante pari?
    4. Trickbd Support Moderator says:
      পোষ্টের মানের জন্য।
    5. Tuhin Author Post Creator says:
      বুঝেছি ভাই।
      tnx
  7. Ridwan Contributor says:
    বড় পোষ্ট
    1. Tuhin Author Post Creator says:
      হুম
      দুই দিনের ফসল
  8. Rasel islam Contributor says:
    tuhin vai fb te request dichi
    1. Tuhin Author Post Creator says:
      Dekhtaci vai.
  9. Rasel islam Contributor says:
    tuhin vai fb te request dichi
    1. Tuhin Author Post Creator says:
      দেখতাছি ভাই
    2. Tuhin Author Post Creator says:
      Koi vai?
      Dekhtacina to.
  10. nathpcn Contributor says:
    j kono song play kora jaba…
    1. Tuhin Author Post Creator says:
      পায়ে পড়ি ভাই। পোস্ট আগে পড়ুন।
    1. Tuhin Author Post Creator says:
      Tnx bro
  11. SH-IMRAN Contributor says:
    Zip এর সাইজ ৮৫৪ এম্বি দেখেই পোস্ট পড়া বাদ দিয়ে দিছি
    1. Tuhin Author Post Creator says:
      আপনার রিকুয়েস্ট করা গানের মিউজিক টা ও আছে।
      আর zip ফাইল টা যে কিসের। সেটা মনে হয় এখনো বুঝতে পারেননি
    2. Tuhin Author Post Creator says:
      তবে আমি চেষ্টা করছি zip ফাইল টির সাইজ টা কমানোর জন্য।
  12. Surjo Author says:
    সুন্দর পোস্ট
    1. Tuhin Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে
  13. MD Mizan Author says:
    আপনার চ্যানেল এর নাম টা কি ভাই চেনা চেনা লাগতেছে।
    1. Tuhin Author Post Creator says:
      Post er sese to channel mention koreci vai.
      Jeye dekhe asun. Valo lagbei.
  14. Rasel islam Contributor says:
    vai akhon ki download hobe..??
    1. Tuhin Author Post Creator says:
      এই লিংক টা আজ রাত ১২ টা পর্যন্ত কাজ করবে।

      http://down4.dailyuploads.net:182/d/zecdvvxgoghlriin7nd6utadjzon576iokkelq7z5qdoumcbojdcwh22/com.imageline.FLM.zip

  15. Rasel islam Contributor says:
    vai akhon ki download hobe..??
    1. Tuhin Author Post Creator says:
      vai?
      এই লিংক টা আজ রাত ১২ টা পর্যন্ত কাজ করবে।

      http://down4.dailyuploads.net:182/d/zecdvvxgoghlriin7nd6utadjzon576iokkelq7z5qdoumcbojdcwh22/com.imageline.FLM.zip

  16. Alinchakma Contributor says:
    nice apk

    fl studio mobile er obb file er Link den

    1. Tuhin Author Post Creator says:
      এই লিংক টা আজ রাত ১২ টা পর্যন্ত কাজ করবে। ১২ টার পরে আর এই লিংক দিয়ে ডাউনলোড হবে না।

      http://down4.dailyuploads.net:182/d/zecdvvxgoghlriin7nd6utadjzon576iokkelq7z5qdoumcbojdcwh22/com.imageline.FLM.zip

  17. H.M.Mahadi Hasan Contributor says:
    ভাই আমার তো Android file লে তো OBB file টা
    পাছছি না কি কোরলে পাব
    1. Tuhin Author Post Creator says:
      Valo kore post porun. Android a obb file paben na. Obb file download korar pore seta Android>obb>com.imageline.FLM ei folder a rekhe dite hobe.
  18. Alinchakma Contributor says:
    vai

    amr FL.Studio.Mobile.v3.1.9.FULL.UNLOCKED.apk.rar obb file ta extrack korleo solena kano

  19. Tuhin Author Post Creator says:
    Post ta Valo kore porun vai
    . Android a obb file paben na. Obb file download korar pore seta Android>obb>com.imageline.FLM ei folder a rekhe dite hobe.
    R obb file ta nicer link theke download korte paren.
    Google drive.
    https://drive.google.com/file/d/1dbQX2VkH7W6d36j7syUKT_W8-OkK2Enu/view?usp=drivesdk
  20. Junayed.hasan Contributor says:
    আপনি কি কোন সিংগার নাকি,, তাইলে এত লিরিক্স দিয়া কি করেন ,,,বুঝলাম যে আমাদের জন্য এত্ত খাটাখাটনি করে পোস্ট করেন আর এভাবে যদি কেও গান ও গায় তাহলে তো কেও প্রফেশনাল হতে পারবে না ? পারলে ভাইয়া কিভাবে প্রফেশনাল সিংগার কিভাবে হবো সেই নিয়ে কিছু ট্রিক্স দেন।

    আর হ্যা পোস্ট নিয়ে কিছু কথা :
    ১ / অস্থির পোস্ট ?
    ২ / মামু ফাডায়া পুরাই দিছেন ?
    ৩ / কিচ্ছু কমুনা,, খালি পড়মু?
    ৪ / চালিয়ে যান ?
    ৫ / সেই পোস্ট
    এখন খুশী ?

    1. Tuhin Author Post Creator says:
      ভালো মানের একটা মাইক্রোফোন কিনবেন। সাথে নয়েজ রিমুভার ও নিবেন।
      তারপর আমার ভিডিও তে আমি ঠিক যেভাবে ইকোলাইজ করা দেখিয়েছি, সেভাবে ইকোলাইজ করবেন।
      প্রোফেশনালই হবে ভাই।
      নয়েজ রিমুভারের মূল্য সম্পর্কে তেমন ধারনা দিতে পারছি না।
      তবে ১৫ হাজার+ দিয়ে মাইক্রোফোন কিনতে পারেন।
  21. Himel Contributor says:
    তীর হারা এই ঢেউ এর সাগর পাড়ি দিব রে এটার টা দিন
    1. Tuhin Author Post Creator says:
      Esob niye r post korbo na.
      Apni amake fb te knock koren. Ami cesta korbo apnake fb te dewar jonno
  22. Alinchakma Contributor says:
    Bro

    Zip file ta download dite parsina

    1. Alinchakma Contributor says:
      bro aupni jei obb file link disen sei obb file ta Ami download korsi but.extrack hoija error dekai.obb file ta 750 mb
    2. Tuhin Author Post Creator says:
      Onno kono app diye extract korun.
      Bcz, ekhane errore dekhanor kono karon dekhcina. Ami nije check kore tarpor share koreci.
      Tnx 4 ur cmmnt
  23. Alinchakma Contributor says:
    ei obb file name

    main.30160.com.imageline.FLM-2.obb

  24. Hanif__Monna Contributor says:
    512 MB Ram e Cholbe bro?
    1. Tuhin Author Post Creator says:
      Hm
    2. Hanif__Monna Contributor says:
      eta ki fl mobile v3?
  25. MD Shishir Hossin HD Contributor says:
    Ki vale fl studio dia DJ song make korbo
    1. Tuhin Author Post Creator says:
      post ta sompurno porun. hoyto bujhte parben.

Leave a Reply