আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন ।
আল্লাহ্র রহমতেআশা করি ভালো আছেন ।
আজ আলোচনার বিষয় —–
মোবাইলের ব্যাটারির বেকআপ বেশি পাওয়ার জন্য করণীয় সমূহ সম্পর্কিত ।
আমি Symphony INOVA Mobile ব্যাবহার করি ।কিছুদিন যাবোত মোবাইলটির ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছিলাম না । ফলে Symphony এর সাথে যোগাযোগ করি তারা আমাকে ১১ টি পরামর্শ দিলো । যে গুলো মেনে আমি এখন আবার ভালোই ব্যাটারি বেকআপ পাচ্ছি ।
নিচে বিষয় গুলো দেওয়া হলো ঃ
Symphony Mobile১১টি উপায়ে ব্যাটারির স্থিতিকাল বৃদ্ধি করা যায়।
১) ছাড়া স্মার্ট ফিচার যেমন Wi-Fi, Bluetooth, GPS ইত্যাদি প্রয়োজন বন্ধ রাখুন।
২) অ্যাপ্লিকেশন এবং ভাইব্রেশন বন্ধ রাখুন।
৪) শুধুমাত্র আপনার আপ-টু-ডেট রাখুন।
৫) যখন ডিভাইস ব্যবহার করবেন না স্ক্রিন বন্ধ রাখুন এবং ডিসপ্লের উজ্জ্বলতা কমিয়ে দিন।
৬) অপ্রয়োজনীয় উইজেট গুলো রিমুভ করে দিন।
৭) Auto – Syncing বন্ধ করুন।
৮) মাসে মাত্র একবার ব্যাটারি ০ % থেকে ১০০% পর্যন্ত ফুল চার্জ করুণ।
৯) অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড দ্রুত ব্যাটারির চার্জ কমিয়ে ফেলে। তাই ব্যাকগ্রাউন্ড মুভিং অথবা অ্যানিমেটেড ভিডিও ব্যবহার করা থেকে বিরত থাকুন।
১০) ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে চার্জারটি সরিয়ে ফেলুন। বেশি সময় ধরে মোবাইল চার্জে রাখা উচিত না।
১১) Li-ion ব্যাটারি কখনেই বেশি সময় ধরে 0% চার্জে রাখা উচিত না।
পরে তাদের ফেসবুক পেজে গিয়ে আরও যান্তে পারলাম ।
আর আমার দুইটি উপদেশ ঃ
১ । আপনার মোবাইলে আপনি কোনো ব্যাটারি সেভার App ব্যাবহার করবে না । কারণ আমার অভিজ্ঞাতা থেকে দেখেছি এই App গুলো ব্যাটারি সেভ করার বদলে আরও ব্যাটারি খরজ বেশি করে ।
২ । মোবাইলের পরলে ভালো মানের Freezers App ব্যাবহার করবেন । তাহলে ব্যাটারি একটু বেশি বেকআপ পাবেন আশাকরা যায় । আজ এখানেই শেষ করলাম
শেষ কথাঃ
=পোষ্টটি Symphony মোবাইলের পেজ থেকে সংগ্রহ করা হয়েছে ।
= আমি Trickbd তে নতুন তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
= কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ।
আর Trickbd সাথেই থাকবেন ।