Site icon Trickbd.com

পুরো রোজার মাস বিকাশের মাধ্যমে কেনাকাটার টাকা পরিশোধ করুন এবং 25 ভাগ পর্যন্ত cashback পান

ঈদে আমরা সবাই কমবেশি কিছু-না-কিছু কেনাকাটা করি । কেনাকাটা করার মাধ্যমে আমাদের অনেক টাকা খরচ হয় কিন্তু তার বিনিময়ে আমরা বাড়তি কোনো আয় করতে পারি না বরং খরচ হয়ই । কেনাকাটার ফাঁকে-ফাঁকে যদি আমাদের কিছু আয় হয় তাতে খারাপ কি আছে ? 50 টাকা আয় হলেও অন্তত তা দিয়ে আমরা মোবাইল রিচার্জ করতে পারব । হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন । এখন থেকে কেনাকাটা পেমেন্ট যদি আমরা বিকাশের মাধ্যমে করি তাহলে বিকাশ আমাদের সর্বোচ্চ 25 percent পর্যন্ত টাকা ফিরিয়ে দেবে এবং সেই টাকা সরাসরি আপনার বিকাশ একাউন্টে যোগ হবে । তবে হ্যাঁ যেকোন কেনাকাটার পেমেন্ট করলেই হবেনা যে সমস্ত আউটলেটে বিকাশের স্টিকার লাগানো অফার দেখবেন সেখানে থেকে কেনাকাটা করলেই এই অফারটি উপভোগ করা যাবে । যেমন ধরুন বাটা, লোটো ইত্যাদি ব্রান্ড


তবে হ্যাঁ পেমেন্ট অবশ্যই বিকাশের অ্যাপ থেকে করতে হবে । তার জন্য অবশ্যই আপনার ফোনে বিকাশের অ্যাপ ইনস্টল করা থাকতে হবে । বিকাশের অ্যাপ ইনস্টল করা না থাকলে প্রথমেই নিচের লিংক থেকে বিকাশের অ্যাপ ইন্সটল করে নিন
PLAY STORE
অ্যাপ ইন্সটল করা হয়ে গেলে নিচের স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন ।


তারপর নিচের মত করে আপনার বিকাশের account number প্রবেশ করুন ।

এরপর আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন ।


এরপর আপনার যেই নাম্বারে বিকাশ করা সেই নাম্বারে একটি মেসেজ যাবে । মেসেজে একটি পিন কোড দেয়া থাকবে । সেই পিনকোড নাম্বার টি এখানে 5 মিনিটের মধ্যে প্রবেশ করুন । 5 মিনিট পরে নাম্বারটি আর কাজ করবে না ।



এরপর আপনার বিকাশের হোমপেইজে চলে যাবে । সেখান থেকে আপনি নিচের মত করে make payment option select করুন ।

এরপর আপনাকে merchant number দিতে বলবে অর্থাৎ আপনি যে আউটলেটে টাকা পরিশোধ করতে চান সেখানকার নাম্বার দিতে বলবে । আপনি সেখানে নাম্বার প্রবেশ করুন অথবা আপনি চাইলে সেখানকার qr code scan করেও টাকা পরিশোধ করতে পারবেন । আপনি তাদেরকে বললেই তারা আপনাকে qr code দেখিয়ে দেবে । এই বিষয়ে নিচে ভিডিও আছে বুঝতে না পারলে নিচে ভিড়িও দেখবেন ।


নাম্বার প্রবেশের পরে আপনি যত টাকা পরিশোধ করতে চান অর্থাৎ আপনি যত টাকার কেনাকাটা করেছেন সেই টাকার পরিমাণ উল্লেখ করুন ।

তারপর টাকা পরিশোধ নিশ্চিত করতে আপনার pin number প্রবেশ করুন । পিন দেয়ার পরে আর একটা কনফারমেশন মেনু পাবেন যেখানে বলবে টাকা পরিশোধ করার জন্য আপনি ট্যাপ মানে চাপ দিয়ে ধরে রাখবেন । এই screenshot টা দিতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত । এইটুকু বুঝতে না পারলে নিচের ভিডিওটা দেখুন

আর একটা কথা আমার মনে হয় বিকাশ নিয়ে কারো কোনো সন্দেহ নেই তাই আমি কোন payment proof দিতে পারিনি । এতক্ষন কস্ট করে আমার পোস্টটি পরার জন্য ধন্যবাদ । কোন ভুল হলে ক্ষমা করবেন ।