Site icon Trickbd.com

[Lifestyle] Wallpaper HD 4k Background আপনার এন্ড্রইডে ব্যবহার করুন 4K Wallpaper [বিস্তারিত পোস্টে]

Unnamed


সবাইকে পবিত্র রমজানুল কারীমের শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।

এন্ড্রইডে ওয়ালপেপার ব্যবহার করে না এমন লোক বিরল। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের সাধের স্মার্টফোনটিতে কিভাবে আরও একধাপ স্টাইলিশ করা যায়। আর তার জন্য ওয়ালপেপারের কোনো বিকল্প নেই। সেই ওয়ালপেপার যদি হয় হাই রেজ্যুলুশনের তবে তো কথাই নেই। আমরা অনেক ধরণের ওয়ালপেপার অ্যাপ ব্যবহার করি যেগুলোতে ইমেজ কোয়ালিটি ঠিক মানানসই লাগে না। আপনাদের কথা মাথায় রেখে তাই আজ শেয়ার করছি একটি ভাল মানের ওয়ালপেপার অ্যাপ Wallpaper HD 4k Background. তো চলুন শুরু করা যাক।


Wallpaper HD 4k Background সম্পর্কে

আপনারা যারা রেটিং এবং কতবার ডাউনলোড করা হয়েছে এসব দেখে অ্যাপ ডাউনলোড করেন তাদের বলছি ৪.৭ রেটিং প্রাপ্ত Wallpaper HD 4k Background অ্যাপটি ১০ মিলিয়নেরও অধিক সংখ্যকবার ডাউনলোড হয়েছে।

আমাদের মত উন্নয়নশীল দেশে wifi জিনিসটা সাধ্যাতীত হলেও বাইরের দেশগুলোতে সবার হাতের মুঠোয়। তাই প্লে-স্টোরে নতুন অ্যাপ এলেই তারা ডাউনলোড করে এবং রিভিউ দেয়। এটা করা তাদের কাছে ফেসবুকে স্টাটাস দেওয়ার মতই ব্যাপার। তাই রেটিং আর ডাউনলোড দেখে অ্যাপ সম্পর্কে ধারণা করবেন না। নিজে যাচাই করে নেবেন।


Wallpaper HD 4k Background এর সুবিধা

অ্যাপটি আমার কাছে কয়েকটা কারণে ভাল লেগেছে। যেমন-
★ অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনার ফোনের Regulation অনুযায়ী ওয়ালপেপার গুলো সেট হয়ে যাবে।
★ আপনি হাজার হাজার 4K ওয়ালপেপার থেকে নিজের পছন্দসই ওয়ালপেপারটি ডাউনলোড করতে পারবেন। অবশ্য এটা সব ওয়ালপেপার অ্যাপেই হয়। তবে এখানে বাড়তি সুবিধা যেটা পাবেন তা হল আপনি Portrait বা Landscape আকারে ওয়ালপেপারগুলো ডাউনলোড করার পাশাপাশি Original 4K সাইজের ইমেজটিও চাইলে ডাউনলোড করতে পারবেন।

★ ডাউনলোড করা ওয়ালপেপার আপনাকে আদালা করে সেট করে নিতে হবে। এতে করে ডাউনলোড করার পর আপনি চাইলে অ্যাপটি আনইনস্টল করে দিতে পারেন আমার মত ?
★ যেহেতু অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলে না তাই ব্যাটারী ড্রেইন নাই ?

Wallpaper HD 4k Background এর ডাউনলোড লিংক

প্লে-স্টোর লিংক


Apkpure লিংক


কিছু স্ক্রিনশটস











সর্বশেষ

সবশেষে যে কথাটি বলব তা হল মেহেরবানি করে কেউ বলবেন না যে এর থেকে ঐ অ্যাপ বেস্ট সেই অ্যাপ বেস্ট ইত্যাদি ইত্যাদি। এর থেকে ভাল অ্যাপ থাকতেই পারে। আর আমি সব জান্তা শমসের ভাই না যে প্লে-স্টোরের সব অ্যাপ ঘেটে সেরার সেরা অ্যাপ খুঁজে বের করেছি। ধন্যবাদ ☺


আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। রমজান মাসে সবাই বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।