সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
তবে আমি সেরকম ভাল নাই। অনেক প্রবলেম এর মদ্ধে আছি আমি আর সাথে টেনশন ত আছেই। যাই হউক না কেন সকল প্রবলেম এর মদ্ধে ও আমি আপনাদের মাঝে চলে আসলাম মুভি রিভিউ নিয়ে।
Movie Name: Hello
Hindi Dubbed Movi Name: Taqdeer
Language: Telegu+eng sub + Hindi
IMDB: 7.0/10
Genres: Action , Romance,
Starring : Akhil Akkineni, Kalyani Priyadarshan,Jagapathi Babu
Director : Vikram Kumar
Country: India
প্রথমেই মুভি সম্পর্কে কিছু কথা বলে নেই।
★মুভিটির কাহিনী তেমন আহামরি কিছু না…
গতানুগতিক আট-দশটা সাউথ মুভির মতোই।
বাট কাহিনী টাকে উপস্থাপন করা হয়েছে খুব যত্ন সহকারে।
★কিছু কিছু জায়গাতে যদিও কিছুটা খাপছাড়া লেগেছে এটা কিছুই নাহ। পরিচালকের কিছুটা প্রশংসা করতেই হয়। আর আখিলের অভিনয়+অ্যাকশন দুটোই আগের মুভিকে ছাপিয়ে
গেছে ছোটকালের সিনগুলা মন ছুঁয়ে গেছে।
আর আখিল এর অভিনয় জাস্ট অসাম।
আপনার জন্যে বহুল প্রচলিত একটা ডায়ালগ অবশিষ্ট আছে…
“একেকজনের পছন্দ একেকরকম ”
★খুবই মিষ্টি কাহিনী। আমার ভালো লেগেছে। আর ভায়োলিন টোনটা জাস্ট মেলোডিয়াস
★মনের মতো আনকাট ডাবিং ভার্সন এই মুভি টি
সেই সাথে কি অসাধারণ গান এই মুভিটি দেখে মনে হলো যে, অরিজিনাল ভাষায় মুভিটি। যাইহোক সব মিলিয়ে খুব ভালো একটি মুভি। মুভি টি দেখে বিরক্ত হওয়ার চান্স নাই
★মুভিটা আমার কাছে এভারেজ লেগেছে। তবে জগপতি বাবুর পজিটিভ রোলটা আমার এতই ভাল লেগেছে যে না জানিয়ে পারলাম না। যদিও ডায়লগ কম ছিল তার তবুও তাকেই আমার মুভিতে সবচেয়ে বেশি ভাল লেগেছে। এমনিতে সাধারণভাবে তাকে নেগেটিভ রোলএ দেখে অভ্যস্থ ছিলাম। নেগেটিভ
রোলে তিনি যেমন অসাধারণ ছিলেন পজিটিভ রোলে তাকে আমার আরোও বেশি অসাধারণ লেগেছে। ভাল লাগাটা কীভাবে প্রকাশ করব জানি না শুধু এটুকুই বলব জগপতি বাবু এর অভিনয় দেখে আমি ফিদা হয়ে গেছি।
♪ মুভি রিভিউ ♪
আমি অভ্যন্তরীণ কোনো রিভিউ লিখবো না।
জাস্ট একটু বাহ্যিক অনুভূতি টা বলার জন্য রিভিউ লিখতেছি।
সিনু (আখিল) একজন অনাথ যে রাস্তায় একতারা
বাজায়। ফুচকা খেতে গিয়ে তার সাথে দেখা হয় জুন্নু
(কল্যাণী) এর । তারা দুই জন ই একে অপরকে পছন্দ করতো। জুন্নু এর বাবা বদলি হবার কারণে সে হায়দ্রাবাদ থেকে দিল্লি চলে যায় আর চলে যাওয়ার সময় গাড়ি এর ভিতর থেকে জুন্নু (কল্যাণী) একটি টাকায় তার মোবাইল নাম্বার দিয়ে যায় সিনু (আখিল) কে। কিন্তু সেই টাকাটা সিনু (আখিল) নিয়ে যখন বাড়ির দিকে ফিরছিল তখন এক টোকাই তার কাছ থেকে টাকা টা কেড়ে নেয় আর এভাবেই হারিয়ে ফেলে সিনু (আখিল) টাকাটা যেটায় জুন্নু (কল্যাণী) এর নাম্বার লেখা ছিল। সেই টাকা খুজতে খুজতে হটাৎ সীনু এর অ্যাকসিডেন্ট হয়। এরপর সময়ের সাথে দুজনের ই নাম পরিবর্তন হয়ে যায় । ১৪ বছর ধরে সিনু অপেক্ষা করে আছে জুন্নু এর জন্য।
সিনু কি খুঁজে পাবে তার সোল মেট জুন্নু কে । জানতে হলে আপনাকে দেখতে হবে এই Hello মুভিটি।
পুরো মুভিতে সবার পারফরম্যান্স ই ভালো ছিল।
ক্লাশ এর কারণে মুভিটি বক্স অফিসে ফ্লপ ছিল কিন্তু আমার কাছে MCA এর থেকে এটাই ভালো লেগেছে।
একটা খুব সুন্দর গোছানো রোমান্টিক মুভি। পুরো মুভিটি কোথাও বোর হবার সুজোগ নেই । খুব ই সুন্দর একটা মুভি। আমার মতে যারা মুভিটি এখন ও দেখেন নি তারা অসাধারণ একটি মুভি মিস করছেন, আর যারা ইতিমদ্ধে দেখে ফেলেছেন অথচ ভালো লাগে নাই তারা মনে হয় এলিয়েন।
যারা এখনও দেখেন নাই, তাড়াতাড়ি দেখে ফেলুন।
ব্রিঃ দ্রঃ (দিনের বেলা রোজা রাইখা মুভি-গান এগুলো থেকে সংযত থাকাটই ভাল,তবে রাত্রে দেখতে পারেন।
অনেক বক বক করলাম তাই না।
প্রথমেই Eng সাবটাইটেইল টা ডাওনলোড করে নিন।যার প্রয়জন শুধু সেই করেন।
ইংলিষ সাবটাইটেল টি প্রয়জনে Downlod করে নিন।
English সাবটাইটেল Download Click Here
অথবা
English সাবটাইটেল Download Click Here
এখন মুভি টি ডাওনলোড করুন নিজের ইচ্ছামত সাইজ এর
150MB Link
Movie Downlod Link Click Here
300 MB Link
Movie Download Link Click Here
অথবা
300 MB Link
Movie Downlod Link Click Here
1Gb Link
Movie Downlod Link Click Here
যে কোন সময় ফাইল কম্পানি ডিলেট দিয়ে দিতে পারে তাই এখনি Downlod করে রেখে দিন।
কিভাবে ডাওনলোড করবেন মুভি টা তা সকলেরই কম বেশি জানা আছে তাই আর সেই বিষয় নিয়া কথা বলতেছি না। তারপর ও কার ও ডাওনলোড করতে প্রবলেম হলে আমাকে সরাসরি Inbox করুন অথবা Comment করুন।
আপনাদের কারও মুভি Requested থাকলে আমাকে এখানে জানান। আর আমার পেইজ টি ভাল লাগলে একটা লাইক দিবেন আসা করি।
Click Here Page
আমাকে ফেইসবুকে পেতে।
Click Here Facebook
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
Watching