সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
তবে আমি একটুও ভাল নাই।
আজ একটা অন্যরকম মুভি আপনাদের মাঝে শেয়ার করব। তা হল ইন্ডিয়ান বাংলা একটা Art Movie. আমি মুভি দেখার মদ্ধে Art movie আর Tamil Telgu মুভিগুলি একটু বেশিই দেখি।
Movie Name: Uma
Directed: Srijit Mukherji
Released Date: 1 June 2018
Types: Drama
Languages: Bengali .
Film Stars: Jisshu Sengupta, Sara Sengupta, Srabanti, Anirban Bhattacharya, Anjan Dutt
ImdB: 7.1/10 .
Movie Quality: HDRip .
File Size: 450MB/1.2Gb
Year : 2018
…… প্রথমেই মুভি সম্পর্কে কিছু বলে নেই ……..
★ মুভি নিয়ে বলার আর তেমন কিছুই নেই। এটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ছবি।
★ ইন্ডিয়ান বাংলা মুভি হামির পর আরো একটি ভালো বাংলা ছবি উপভোগ করলাম আজ আমি।
★ ওহ্ বলা হয়নি, এই ছবিতে যিশুর মেয়ের চরিত্রে অভিনয় করেছে তারই নিজের বড় মেয়ে সারা সেনগুপ্ত।
★ এটি কোনও থ্রিলার ছবি নয়। নিশ্চিন্তে দেখুন, ভাল্লাগবে। আর কিছু বলতে হলে বলবো, অসাধারণ সিনেমাটোগ্রাফী, চমৎকার সব গান, দুর্দান্ত অভিনয় বিশেষ করে বাবা-মেয়ের।
★ বিশেষ করে অনুপম রায়ের সং গুলো শুনলে মন ছুঁয়ে যায় ‘হারিয়ে যাওয়ার গান’।
★ বুদ্ধিমত্তার মাদ্ধমে ছবি টি ফুটিয়ে তুলে শেষ করেছেন পরিচালক Srijit.
…………মুভি রিভিউ…………
ঘটনাটি ২০১৫ সালের। মাত্র ৭ বছর বয়সেই ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় ইভান লিভারসেজ নামের একটি শিশু। মারা যাওয়ার আগে তার ইচ্ছে ছিল বড়দিন পালন করার। কিন্তু তার হাতে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় ছিলনা। তবে তার অসীম সাহসী মা আর কানাডার অন্টারিও স্টেট এর সেইন্ট জর্জ নামক একটি ছোট্ট শহরের বাসিন্দাদের অদম্য প্রচেষ্টায় অক্টোবরের ২৪ তারিখে বড়দিন পালন করা হয়। ৬ ডিসেম্বর মারা যায় ইভান লিভারসেজ ।
আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনাকে অবলম্বন করে পরিচালক সৃজিত মুখার্জী নির্মাণ করেন ” উমা”।
অবশ্য পশ্চিমবঙ্গের ধর্মীয় প্রেক্ষাপট মাথায় রেখে বড়দিনের পরিবর্তে দুর্গাপুজোর আয়োজন করেন নির্মাতা। এর জন্য তিনি কানাডায় গিয়ে ইভানের মা নিকোল ওয়েলউডের সাথে দেখা করেন। এবং উমা’র প্রিমিয়ারে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করেন।
এরপরেই মুভির কাজ শুরু করা হয়ে থাকে আর মুভির নাম দেয়া হয়ে থাকে উমা।
একজন বাবা যখন জানতে পারে যে তার মেয়ে ক্যান্সার রোগে আক্রান্ত তখন তার বাবাই জানে তার জীবন টা কত কষ্টের। আর তখন বাবা তার বাচ্চা মেয়ের স্বপ্ন পুরনের জন্যই পুরো কলকাতা শহরে দুর্গা পূজার বিরাট অায়োজন করার চেষ্টা করে আর সেটা ছিল অসম্ভব তার কাছে কিন্তু। তারপরে ও তিনি পিছু পা আগায় নি মেয়ের স্বপ্ন পুরনের জন্য সে বিভিন্য পথ অবলম্বন করে এবং অনেক বাধা বিপত্তি আসে তার সামনে।
এখন কথা হল সে কি আসলেই পেরেছিল তার মেয়ের স্বপ্ন পুরন করতে তা জানতেই দেখতে হবে আপনাদের এই মুভিটি।
আমি কথা দিচ্ছি যারা Indian Bangla Art মুভি যারা দেখেন তারা একটুও বরিং হবেন না এই মুভি দেখে। যদি জিজ্ঞেস করেন আমায় লাস্ট কোন মুভি দেখে তুমি কাদছিলে আমি বলব এই মুভির কথাটাই। সত্তিই কান্না চলে এসেছিল মুভি টা দেখে।
অনেক ত বক বক করলাম এবার আসুন Download করি মুভি টি। আপনাদের সুবিধার জন্য ডাইরেক্ট লিংক দিলাম আমি।
মুভির কিছু স্কীনশট
Movi Download Link Click Here
1.2Gb link
Movie Download Link Click Here
আপনাদের কারও মুভি Requested থাকলে প্রথমে আমার পেইজে ১ টা লাইক দিবেন এরপর মুভি রিকুয়েস্ট করবেন আসা করি পেয়ে যাবেন।
Click Here Page
আমাকে ফেইসবুকে পেতে।
Click Here Facebook
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু দেখে অব্যশই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে। Trickbd এর সাথেই থাকুন।
Watching