বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামুয়ালাইকুম,
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।

আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো তা হলো মাত্র ১টি অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই যেকোনো ছবি DSLR এর মত blur করবেন এবং ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ,ব্যাকগ্ৰাউন্ড ইরেজ, চুলের রং পরিবর্তন, চেহারার রং পরিবর্তন করবেন।

আমরা DSLR এর মত blur করার জন্য নির্দিষ্ট app ব্যবহার করি আবার background পরিবর্তন করতে অন্য আরেকটি app ব্যবহার করে থাকি।
আর আজকে আমরা মাত্র ১ ক্লিকেই background আলাদা করে যেকোনো ব্যাকগ্ৰাউন্ড যুক্ত করতে পারব।

সেজন্য প্লে স্টোরে গিয়ে আমাদের একটি app ডাউনলোড করতে হবে।
app টি হলো Teleport-photo editor

অথবা এখানে সরাসরি playstore লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Download Here

ডাউনলোড করে ওপেন করে নিচের ক্যামেরা অথবা গ্যালারি থেকে ছবি বেছে নিন।

ছবি বেছে নিয়ে টিক অপশনে ক্লিক করুন।

এখন ছবি DSLR এর মত ব্যাকগ্ৰাউন্ড ঝাঁপসা করার জন্য background blur অপশনে গিয়ে ইচ্ছা মত ব্লার করে নিন।


এখন save করতে চাইলে save আইকনে ক্লিক করে সেভ করে নিন।


অথবা একসাথে background পরিবর্তন করতে custom background এ যান।

এখন নিচে থেকে আপনার ইচ্ছা মত ব্যাকগ্ৰাউন্ড ছবি বসিয়ে দিন।

এছাড়া ও আবার background auto পরিবর্তন করতে Background অপশনে গিয়ে background বসান।

ব্যাস background পরিবর্তন হয়েগেলো।

আবার এই app থেকে সহজেই চেহারার, চুলের রং পরিবর্তন করতে পারবেন।
নিচের দেখানো মতো:

ভিন্ন ভিন্ন চুলের রং এ college ও তৈরি করতে পারেন যার এক একটিতে একেক রং যেমন:

আর সবধরণের ছবি Save করতে নিচের দেখানো আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।


আজ এ পর্যন্তই । পোস্ট এ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
পোস্ট এ বুঝতে না পারলে ভিডিও টি দেখতে পারেন।

আর যদি পোস্ট টি ভালো লেগে থাকে তাহলে সমস্ত ক্রেডিট Trickbd কে দিবেন ।
খোদা হাফেজ।

26 thoughts on "কিভাবে মাত্র এক ক্লিকেই আপনার ছবিকে DSLR এর ছবি মতন blur অর্থাৎ ঝাঁপসা এবং ছবির background রিমুভ ও যুক্ত করবেন।সাথে আরো ফিচার বিস্তারিত ভেতরে"

  1. magic man Contributor says:
    Aisob posT kora ache tricobd te.. Parle valo kichu din… Trickbd youtube promote er jayga… Rag koirenna??
  2. Muhammad Saiful Islam Contributor says:
    Great apps…bro… thanks
    1. Online Tipser Contributor Post Creator says:
      You are most welcome
  3. FS Ashraful Author says:
    Khub sundor hose bondhu
    1. Online Tipser Contributor Post Creator says:
      Thanks bondho
    1. Online Tipser Contributor Post Creator says:
      Thanks for your important comments
  4. Jibon Roy Author says:
    teleport app niia onk agei post ache and jni
    1. Online Tipser Contributor Post Creator says:
      আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
      আপনি অবগত আছেন যে পূর্বের অ্যাপ এর চেয়ে এখন অনেক উন্নত মানের হয়েছে
  5. Shadin Contributor says:
    সুন্দর পোস্ট।
    1. Online Tipser Contributor Post Creator says:
      আপনাকে অসংখ্য ধন্যবাদ
    1. Online Tipser Contributor Post Creator says:
      Tnx vaia
  6. শফিক Author says:
    old post….onek agei ei teleport niya post kora hoicilo
  7. Online Tipser Contributor Post Creator says:
    সেই পোস্টে শুধুমাত্র background blur দেখানো হয়েছিল
  8. Online Tipser Contributor Post Creator says:
    Wow
  9. Shaon Ahmed Siam Contributor says:
    Vai nice post samner dika agia jan…
    1. Online Tipser Contributor Post Creator says:
      আপনার মন্তব্যের জন্য অসংখ্য অনুপ্রেরণা পেলাম।
      ধন্যবাদ
  10. Amirul Islam Apon Contributor says:
    ভাই অনেক পুরোনো , নতুন কিছু দেন
  11. Amirul Islam Apon Contributor says:
    ভাই অনেক পুরোনো , নতুন কিছু দেন
  12. Amirul Islam Apon Contributor says:
    ভাই অনেক পুরোনো , নতুন কিছু দেন
    1. Online Tipser Contributor Post Creator says:
      নতুন ই তো সব দেওয়া আছে blur,erase . background change
  13. Amirul Islam Apon Contributor says:
    ভাই অনেক পুরোনো , নতুন কিছু দেন
    1. Online Tipser Contributor Post Creator says:
      Thanks brother

Leave a Reply