সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
আমি যখনই ফ্রী থাকি মুভি দেখি ও মুভি রিভিউ লেখার চেষ্টা করে থাকি। আমি ভাল থেকে ভাল নেই তাই আমার জন্য সকলে পারলে একটু দোয়া/আর্শীবাদ করবেন। রিভিউ টা একটু বড় হবে তাই মন দিয়ে পড়বেন আসা করি।
Movie Name: Oxygen
Starring: Gopichand, Raashi Khanna, Anu Emmanuel
Country: India
Language: Telugu
Genres: Action, Romance
Writer: Jyothi Krishna, Surendra Krishna
Director: Jyothi Krishna
Running time: 157 mins
Imdb: 8.3
Personal rating : 8.9
…….মুভি নিয়ে কিছু কথা……..
★ প্রথমেই বলি আইএমডিবি রেটিং এর কথা এই মুভি কিভাবে এত কম রেট পায় আামার মাথায় আসে না।আমরা আইএমডিবি রেট দেখে মুভি দেখি আসলে এইটা সম্পুর্ণ ভুল ধারনা। আইএমডিবি দেখে মুভির কোয়ালিটির বিচার করা ঠিক না। সম্পূর্ণ নিজের মতামত।
★ মুভিটি মুলত টুয়িস্ট এ ভরা। গপিচান্দ অসাধারন কাজ করেছেন। রাশি ও অনেক ভাল করেছেন।এছাড়াও হালকা কমেডিও ছিল। কমেডিতে ছিল পরিচিত মুখ আলি। ভিলেন হিসেবে আছেন জাগাপতি বাবু।
★ কথা দিচ্ছি মুভি টা দেখে একটুও বরিং ফিল করবেন না। Action গুলা অনেক সুন্দর ছিল।
★ যুব সমাজটাকে কিভাবে ধ্বংস করছে একটা সিগারেট ব্রান্ড তা নিয়েই এই মুভির গল্প টা।
ছবির প্রথমেই শুরু হয় একটা Action দিয়ে।
এরপর কমেডি রোমানটিক ও Action সিন। এভাবে কেটে যায় ১ ঘন্টা এরপরই শুরু হয়ে থাকে মুভির মূল গল্প।
মেজর সঞ্জীব (গপি চান্দ) ও তার ২ জন বন্ধু ক্যাপ্টেন অমিত ও সত্যবীর এরা ৩ জনই কমান্ড। এদের প্রথমেই একটা মিশনে পাঠান হয়ে থাকে তারা প্রথম মিশনেই সাকসেস হয়ে ফিরে আসে। এরপরে মেজর সঞ্জীব (গপি চান্দ) তার বাড়ি ফিরে আসে।
তাকে এয়ায়পোর্ট এ রিসিভ করতে আসে তার ছোট ভাই। মেজর সঞ্জীব নায়িকা গীতা (Anu) এর সাথে দেখা করে। গীতা (Anu) একজন ভাল ডাক্তার।
মেজর সঞ্জীব এর ছোট ভাইয়ের বন্ধুরা মিলে অনেক অনেক সিগারেট ধুমপান করে থাকে প্রতিদিন, কিন্তু তা তার ফেমিলির কেউ জানে না। মেজর সঞ্জীব এর ভাই অন্যদিকে ছিল খুব মেধাবি ছাত্র একজন। এই জন্য মেজর সঞ্জীব তার ভাইয়ের জন্য সব কিছুই করতে পারে।
হটাৎ মেজর সঞ্জীব এর ভাই ঘরে রক্ত বমি করা শুরু করল। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হল। ডাক্তার অনেক চেকআপ করে দেখল তারপর রিপোর্ট একটা কঠিন রোগ ধরা পড়ল। রোগটির নাম হল Bronchogeni Carcinoma এটার মানে হল লাঞ্চ কেন্সার। এটা জানার পরে মেজর সঞ্জীব এর ভাই আর বাচঁতে চায় না বলতে বলতে রোডের দিকে আগাতে থাকে একটি ট্রাক এসে তাকে রোডে ধাক্কা দেয় এতে করে সে মারা যায়। নায়িকা গীতা ( Anu) পোষ্টমাটেম রিপোর্ট দেখে জানতে পারে এটা মারাত্তক একটা নেশা, যার কারনে তার লিভার ব্রেইন ক্ষতি হয়েছে। তারপরে মেজর সঞ্জীব তার ভাই এর রুম চেক করে দেখল Tiger ব্রান্ড নামে অনেক অনেক সিগারেটের খোশা। নায়িকা গীতা (Anu) অনেক গবেষনা করে জানতে পারল সিগারেটে এমন এক খারাপ পদার্থ মিশানো হয়েছে যাতে যে কোন ব্যাক্তি ধুমপান করলে সে আস্তে আস্তে করে কষ্ট যন্ত্রনা ভোগ করে মারা যাবে।
এরপর Tiger ব্রান্ড মালিকে মেজর সঞ্জীব এর টীম মিলে অনেক খুজেছে কোথাও তাদের কোন প্রমান মিলে নাই।
মেজর সঞ্জীব এর কাজই হল এখন Tiger ব্রান্ড সিগারেট এর মালিক কে খুজে বের করা।। আর এই খুজে বের করার মিশন টারই নাম দেয়া হল
“Oxygen “।
এখন কে বা কারা এই Tiger ব্রান্ড এর মালিক। আর কিভাবে এই মালিক কে খুজে বের করবে মেজর সঞ্জীব ও তাদের টিম। তারা কি আসলেই খুজে বের করতে পারবে মূল মালিক কে তা জানতেই আপনাদের দেখতে হবে এই Oxygen মুভি টি।
এখন যলদি যলদি বাংলা সাবটাইটেল টি ডাওনলোড করুন।
Bangla subtitle Downlod link click Here
এখন আসুন আপনাদের পছন্দ অনুযায়ি ফাইল ডাওনলোড করে নিন।
200 MB link
700 MB link
Downlod Link Click Here
900 MB Link
Movie Downlod Link Click Here
আমার রিভিউ ভাল লাগলে আসা করি আমার পেইজে Like/Follow বাটনে সকলে একটা ক্লিক করবেন। সাউথ ইন্ডিয়ান এর সকল নিউ মুভির আপডেট পেতে আমার সাথে থাকুন।
Click Here Page
আমাকে ফেইসবুকে পেতে।
Click Here Facebook
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
Watching