সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
ব্লকবাস্টার একটা মুভি নিয়ে চলে আসলাম প্রতিবারের মতো। আর এই মুভি সম্পর্কে অনেক বক বক করব ধৈর্য্য ধরে শুনবেন আসা করি তাহলে অনেক কিছু জানতে পারবেন আসা করি।
Movie Name: K.G.F: Chapter 1
ImdB: 5★
Personal rating 4.5/5
Directed: Prashanth Neel
Released Date: December 20, 2018
Types: Drama/Thriller
Languages: Hindi
Film Stars: Yash , Srinidhi Shetty
Movie Quality: HQ PreDVD
File Size: 700,200,MB @ 1.4Gb
……..মুভির কিছু ডায়লগ…….
১। If you think you are bad,i am your dad – KGF. If you are bad i am your dad – Maari 2
২। কাহা গেয়া বে তু..???
-নাম কামানে গেয়াতা.
৩। উস পুলিশ কো তো কিউ মারা.!
-পাব্লিক কো মারা তো পুলিশনে ডুন্ডে গা.!
আগার পুলিশ কো মারুঙ্গা তো,
তোমারে যে সা ডন ডুন্ডে গা.!?
৪। কেয়া চাইয়ে তুযে.???
দুনিয়া……….
৫। মুম্বাই কিয়া তেরা বাপ কা হে.???
নেহিরে তেরা বাপ কা.! আর তেরা বাপ মেইহু.!
৬। আগার তুজমে হিম্মত জুটালি হে তো
হাজার লোক তেরা পিছে কারা হে,
তাব তুম স্রিপ একই জাঙ্গ জিতোগে.!
আগার হাজার লোক ওনে হিম্মত জুটালি
তুম পুরি দুনিয়া জিত জাওগি.
★প্রথমে বলব ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে ৷ মুভিটা যেহেতু একশন নির্ভর তো ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা বড় ভূমিকা পালন করে ৷ আর সত্যি বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো অসাধারণ ছিলো ৷
★একটা গরীব ছেলের বড় হওয়ার গল্প, তার সাহসিকতা, তার প্রতিভা।
★এক ভাই বলেছিলো মুভিতে নাকি অতিরিক্ত মারপিট ছিলো যেটা তার কাছে মাইনাস পয়েন্ট মনে হয়েছে কিন্তু আমার এরকম মনে হয়নি ৷ গ্যাংস্টার ভিত্তিক মুভিতে এরকম একশন থাকা উচিত ৷
★Rocking Yash ভাই এর K.G.F : Chapter 1
এর গ্রোস দিন দিন বেড়ে চলেছে বলিউডে
★আর শেষের সিনটা দেখার পর আপনার কাছে গল্পের স্টোরিই চেন্জ হয়ে যাবে ৷ কারণ মুভির ৯৫% দেখার পর মনে মুভির স্টোরি নিয়ে যে ভাবনাটা গড়ে উঠবে তা শেষ সময়ে গিয়ে পাল্টে যাবে ৷
এককথায়,পয়সা উসুল করা মুভি ৷
★১ম দিন:- ২.১০ কোটি রুপি
২য় দিন:- ৩ কোটি রুপি
৩য় দিন:- ৪.১০ কোটি রুপি
তিন দিন শেষে মোট ৯.২০ কোটি রুপি গ্রোস করে ফেলেছে মুভিটা, আজ ৪র্থ দিনে গ্রোস আরো বেশি হবে।
★আমার কাছে কেজিএফ ইয়াশের ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স মনে হয়েছে ৷ লুকিং গুলো তো এক কথায় অসাম ছিলো ৷ বিশেষ করে নায়িকার উপস্থিতিতে ইয়াশ যে লুক গুলো দিছে,,,,জাস্ট মাইন্ড ব্লয়িং ৷
★মুভিটার কার্নাটাকা গ্রোস ৩৭ কোটি (প্রায়)
এখানে মুভির চাহিদা অনেক বেশি!
★মুভিটার Positive Response দেখে তামিলনাডু স্কিন ৩ গুন করা হয়েছে!
★কিছু কিছু অসঙ্গতি থাকলেও সেটা তেমন কোন প্রভাব ফেলেনি। গল্পের ধারাটা ভালই ছিল। আর শেষ পর্যন্ত দেখার আগ্রহ ছিল। আর ২য় পার্টের জন্যও অপেক্ষা করতে বাধ্য হলাম। বছর শেষে এমন একটা মুভি মনটা ভরিয়ে দিল।
………মুভি রিভিউ……
রকি,এক দারিদ্র মায়ের সন্তান যে ৮ জোড়া জুতা পালিশ করার পর একটা রুটি কেনার টাকা পেতো ৷ এতটাই অভাবের মধ্যে তারা জীবনযাপন করেছে যে বৃষ্টির সময় ছেলের মাথায় বৃষ্টির পানি পরা রোধে নিজের শরীর দিয়ে রকির দেহ ঢেকে রাখতো রকির মা ৷ এই মা জীবনের শেষ মুহুর্তে রকির কাছে ওয়াদা করে নেয় যে, রকি যখন মারা যাবে তখন যেনো খুব ধনী এবং ক্ষমতাবান হয়ে মারা যায় ৷ রকি কি পারবে এতটাই ক্ষমতাবান হয়ে দুনিয়া শাসন করতে নাকি অন্য কোনো সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলবে, জানতে হলে মুভিটা দেখে নিন ৷
মুভির রিভিউ ভালো ভাবে দিতে পারলাম না কারণ মুভির স্টোরি নিয়ে আমি নিজেই কিছুটা দ্বিধায় আছি ৷
সিনেমাতে পজেটিভ – নেগেটিভ দুটি বিষয়ই লক্ষ করেছি। তাহলে চলুন প্রথমে নেগেটিভ দিকগুলো নিয়েই আলোচনা করি।
……..মুভির নেগেটিভ দিক………
১। অতিরিক্ত একশন। যদিও এটা একশন ফিল্ম তারপরও এত বেশি পরিমাণে একশন,, আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে।
একলা ১জনে ২০ জন ৫০ জন মানুষকে মেরে দেওয়া,, এসবে জিনিস দেখে এখন আর মজা লাগেনা।
২। এই মুভিতে লাভ ইন্টারেস্ট ঢুকানোর চেষ্টা করা। যদিও পরিচালক সেটা বেশীদুর আগাতে দেননি,, তারপরও এইটুকু সময়ও এই জিনিস করার প্রয়োজন ছিলনা।
৩। মেইন ভিলেনকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে,, মনে হয়েছে তিনিই দেশের সব। সরকারেরও মনে হয় এতো ক্ষমতা নেই যতটা তার দেখানো হয়েছে।
৪। প্রথম হাফে চরিত্র অনেক বেশি, অনেক তাড়াতাড়ি এক সিন থেকে অন্য সিনে চলে যায় তাই গল্পটা বুঝতে সমস্যা হয়, আশা করি দ্বিতীয় বার দেখলে ঠিক ই গল্প বুঝতে পারবেন।
……..মুভির পজেটিভ দিক……
১। মুভির ভালো দিক বললে শেষ হবে না তাই সংক্ষেপে বলি।
২। অসাধারণ ডিরেকশন। মুভির ডিরেক্টর প্রশান্ত নীল এটা তৈরির আগে যে কতটুকু গবেষণা করেছেন সেটা মুভিটি দেখলেই বুঝা যায়। প্রত্যেকটা ক্যারেক্টারকেই তিনি খুবই সঠিক এবং স্ট্রং ভাবে উপস্থাপন করেছেন। মুভির পুরো সাফল্যের ক্রেডিট তাকে দিয়ে দিলেও দোষের কিছু হবে বলে মনে করিনা।
৩। অসাধারণ গল্প ছিল, Yash এর স্টাইল, লুক দেখে আমি ফিদা হয়ে গেছি এবং কোন মুভির প্রধান আকর্ষন থাকে ভিলেন আর এই মুভির ভিলেন ও অসাধারণ ছিল।
৪। অসাধারণ একটি কাহিনী। এইরকমের একশন সিনেমায় এতো স্ট্রং একটা কাহিনী খুব একটা দেখা যায়না। আর কিছু দেখন বা না দেখেন এত অসাধারণ একটা কাহিনী জানার জন্য হলেও মুভিটা দেখার প্রয়োজন।
বিঃ দ্রঃ কিছু কিছু তথ্য আপনাদের দেয়ার জন্য কপি করতে হয়েছে।
এবার ডাইরেক্ট মুভি টি ডাওনলোড করুন। লিংক বেশিক্ষন থাকে না তাই দেখা মাত্রই Downlod করুন। পরে লিংক কাজ না করলে আমি দায়ি থাকব না কিন্তু।
700 MB Link
Movie Downlod Link Click Here
200 MB Link
1.4GB Link
সাউথ সহ অন্যান্য দেশের নতুন নতুন মুভি পেতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইটে।
South New Movie Website Link Clik Here প্রতিদিন মুভি আপডেট করা হয়ে থাকে বিভিন্য সাইজ এ।
প্রতিনিয়ত South মুভির সকল আপডেট পেতে ও মুভি Requested থাকলে এক্ষনি এই পেইজে like/Follow বাটনে ক্লিক করে See Fast করে সাথেই থাকুন। Facebook Official Page Click Here ৭ দিন পর পর আমি রিভিউ দিয়ে থাকি।
তাই Trickbd এর সাথেই থাকুন।
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
Watching