আসলামু-আলাইকুম
TrickBD এর শুভেচ্ছান্তে শুরু করছি আজকের পোস্ট।
আজকে আমরা কিছু সেলেব্রেটি মানুষদের অফিসিয়াল ভেরিফাইড ফেজবুক পেজ এর সাথে পরিচিতি হবো।
এর মধ্যে আমরা হয়তো অনেক গুলুর সাথে পরিচয় আছি।
এখন দেশি-বিদেশি অনেক তারোকাদের পেজ দেখে নেই।
★★ তারাকাদের নাম এবং পেজ লিংক সংযুক্ত ।
- Barack Obama
- Allu আরজুন
- Jr NTR
- Sayantika Banerjee
- Prabhas
- Tamannaah
- Brahmanandan (comedian)
- Deepika Padukone
- Mimi Chakraborty
- Shahrukh Khan
- Katrina Kaif
- Urvashi Rautela
- Parineeti Chopra
- Atif Aslam
- Posrshi
- Justin Sun
- Shakib Khan
- Shreya Ghoshal
- Tahsan
- Ankush Hazra
- Taskin
- Kona (Singer)
- Zareen Khan
- Sunny Leone
- Messi
সর্বশেষ আপনাদের জন্য কয়েকটা প্রতিষ্ঠানের পেজঃ
- Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh Government organization
- Unicef BD
- 5 minute crafts
আজ মাত্র এই কয়েকটা ভেরিফাইড ফেজবুক পেজ নিয়ে আমার পোস্ট ছিলো।
ভাবতাছেন পোস্ট টা অনেক সিম্পল ছিল আসলে এই পোস্ট করতে যে কি রকম লাগছে তা আমিই ভালো জানি।
“আশাকরি আপনাদের ভালো লাগবে”
ট্রিকবিডির উল্লেখ্য কিছু মাত্র ভাইদের (যাদের অন্যের পোস্ট সহ্য হয়না) জন্য আমার কিছু কথা, ভাই আমি জানি আপনার পোস্ট ভালো লাগেনি। আমি তো পোস্ট এ টাইটেল দিছি এবং টাইটেল এর সাথে মিল রাখছি ।অযথা আপনাকে ভিউ করতে কে কইছে?? যাক সেসব কথা আপনি আপনার মনের কষ্ট রিপোর্ট মেরে চলে যান।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ” খোদা-হাফেজ”