আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন। ভালো আছেন আশা করছি।
আল্লাহ সবাইকে নিশ্চয়ই ভালো রেখেছেন।
সবাই ভালো থাকলে প্লিজ মনকে শক্ত করে নিন।
কারন, এখন যে খবরটি পেতে যাচ্ছেন তা শুনে আপনি নিশ্চিত আঘাত পাবেন। হার্ট অ্যাটাক ও হওয়ার সম্ভাবনা আছে।
…..
……..
আমরা যারা ফ্রীতে মাস্টারকার্ডের আবেদন করেছিলাম। বেশ ভালো ভাবেই আবেদন করেছিলাম।
এমনকি আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই, ভিডিও দিলে আবেদন করতে সুবিধা হবে। তাই আমি ঐদিন সকাল সকাল ৫০টাকার এম্বি ডাটা কিনে লাইভ ভিডিও দেখানোর মাধ্যমে আবেদন করার প্রক্রিয়া দেখাই।
এবং আপনাদের প্রচুর পরিমানে কমেন্টের রিপ্লাই খুব তাড়াতাড়ি দিয়েছিলাম।
…..
…….
(আমার অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরিক্ষার পড়া বাদ দিয়ে রিপ্লাই করতাম)
…..
……
……..
কথায় আছে যে, বাংগালী অন্যের ভালো দেখতে পারেনা।
কারন, আমি কিন্তু প্রথম অবস্থাতেই ভিডিও দেইনি, তখন বলতে পারতেন যে আমি নিজ স্বার্থে দিয়েছি।
আপনাদের সাড়া পেয়েই কিন্তু দিয়েছিলাম ভিডিও।
আমি যে টাকা খরচ করে ভিডিও তৈরি করলাম ঐটা মুখ্য হলো না। মুখ্য হলো যে আমি স্বার্থ হাসিল করেছি।
…
প্রমানঃ
….
…..
আমার পোস্টের সাফল্যতা দেখে অন্য একজন অথর একই পোস্ট আবার করেছে সম্পুর্ন বিস্তারিত ভাবে স্ক্রিনশট দিয়ে। এতে করে যে প্রধান অসুবিধা হয়েছে যাদের মাস্টারকার্ড একদম দরকার নাই তারাও অর্ডার করেছে।
……
আর আমার পদ্ধতির মাধ্যমে যার একান্তই মাস্টারকার্ড দরকার সে ভিডিও দেখেই আবেদন করবে।
……
….
…
যাহোক, অনেক অনেক আবেদন chitika তে জমা হয়েছে। ফলে chitika বুঝতে পেরেছে যে কেউ তাদের সত্যিকারের গ্রাহক না। কেউ কার্ড হাতে পেয়ে ১পয়সার ও বিজ্ঞাপন দিবে না।৷ তাই দুখজনক হলেও সত্য যে, chitika সকল একাউন্ট সাস্পেন্ড করেছে।
…..
প্রমানঃ
……
…..
….
…
..
সাস্পেন্ড করার কারন হিসেবে উল্লেখ করেছেঃ
……
১. Porn সংশ্লিষ্ট কন্টেন্ট
২. ড্রাগ সংশ্লিষ্ট কন্টেন্ট
৩. টাকা দিয়ে ট্রাফিক কিনেছেন এমন
ইত্যাদি অনেক অজুহাত।
এসব আদৌ সত্য না। কারন সেই url দিয়েছিলাম (trickbd).এখানে কি পর্নোগ্রাফি, ড্রাগ আছে??
……
এই বিষয়টি প্রথমে আমার চ্যানেলের গ্রাহকের থেকে জানতে পেরে নিজে চেক করে সত্যতা প্রমান করি।
…..
……
……..
যারা যতগুলো একাউন্ট করেছেন সবগুলো আবেদন ইতোমধ্যে সাস্পেন্ড হয়ে যাবে। চেক করলেই আমার মত এমন মেইল পেয়ে যাবেন। একটা কথাই বলবো, সুযোগের অসতব্যবহার করা উচিত না।
আমার পোস্টের টাইটেল ছিলঃ ফ্রীতে Payoneer MasterCard. কেউ অনর্থক আনবেন না।জলদি করুন।
আর অন্যজনের একই পোস্টের টাইটেলঃএকদম ফ্রিতে বাংলাদেশ থেকে Payoneer Master Card নেওয়ার পদ্ধতি! (স্ক্রিনশটসহ বিস্তারিত)
এইভাবে টাইটেল দেয়ার কারনে যে জানেনা মাস্টারকার্ড কি সেও একটা/দুইটা অর্ডার করে রেখেছে।
যার ফল হিসেবে আপনার, আমার যাদের সত্যিকারভাবেই কার্ড দরকার তারা বঞ্চিত হলাম।
আমি ইতোমধ্যে ২দিন আগে trickbd তে একই পোস্ট দ্বিতীয়বার পোস্ট হওয়ায় report করেছিলাম কিন্তু কোন রেস্পন্স পাইনি। হয়তো আমি যোগ্য অথর না তাই আমাকে মুল্যায়ন করা হয়নি।
…….
…..
….
…
..
…
…..
সাধারন জিজ্ঞাসাঃ
১. Chitika তে একাউন্ট সাস্পেন্ড করেছে। এতে কি আমার payoneer account সমস্যায় পরবে?
…
উত্তরঃ না ভাই, payonner & chitika সম্পুর্ন আলাদা কোম্পানি।
২. অর্ডার করা কার্ড কি পাবো?
..
উত্তরঃ যদি কার্ডটি ইতোমধ্যে ডেলিভারি হয়ে থাকে তবে chitika সাস্পেন্ড হলেও কার্ড পেয়ে যাবেন। তখন আর chitikaর কোন দরকার নাইক্কা।
৩. কার্ড আসবে কিনা বুঝবো কিভাবে?
…
উত্তরঃ ভাই, আপনি যেমন আমজনতা, ঠিক আমিও একই প্রকৃতির। তাই আমাদের অপেক্ষা করা ছাড়া বিকল্প উপায় নেই
……
….
….
যদি আমার কথা আপনাদের খারাপ লাগে, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। কখনোই আর পোস্ট করবো না।সম্মান হারিয়ে যাওয়ার তুলনায় সম্মান নিয়েই চলে যাব।