Site icon Trickbd.com

অসাধারন একটা মালায়ালাম মুভি neelakasham pachakadal chuvanna bhoomi দেখুন এখন বাংলা সাবটাইটেলে সাথে আমার রিভিউ ত থাকছেই। বাইকার/ট্রাভেলার ভাইয়েরা মুভি টা না দেখলেই মিস করবেন।

Unnamed

সকলকে জানাই সালাম/নমষ্কার।
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন। আমার সাথে থাকলে আর আমার দেয়া পছন্দের মুভি ও মুভির রিভিউ দেখলে আসা করি আপনারা ভাল থাকেন। আপনারা প্রতিনিয়ত মুভির রিভিউ পেতে southmovi.tk ও Trickbd এর সাথেই থাকুন।

Movie Name: neela akash pachakadal chuvanna bhoomi
( Blue skies, green waters, red earth)
ImdB: 7.7/10.
Personal Rating : 8/10
Directed: Director: Sameer Thahir
Released Date: 8 August 2013
Types: Adventure, Drama
Languages: Malayalam+Bsub
Film Stars: Dulquer Salmaan,Sunny Wayne,Bala Hijam
Movie Quality: DVDRip

…..মুভি নিয়ে কিছু কথা…..

★পথ পথিকের অপেক্ষা করে, পথিক পথের নয়।
আর সেই পথ অপেক্ষা করছে, পথিকের ভালোবাসা সন্ধান দিতে। এই মুভিটা দেখে আমার এটাই মনে হলো।পথ আমাদেরই অপেক্ষায়।

★মুভির ডেপ্টথ এ যদি যেতে পারেন তবে একটা সময় মুভিটা আরও মিনিংফুল হয়ে উঠবে আপনার কাছে।

★বিখ্যাত মালায়লাম পরিচালক সামির তাহিরের অনবদ্য নির্দেশনা ও চিত্রগ্রহণ মুভিটিকে কাব্যিক সুষমায় মন্ডিত করেছে বলেই আমার মনে হয়।

★কেরালা থেকে নাগাল্যান্ড দীর্ঘ যাত্রাপথের অদ্ভুত সুন্দর দৃশ্যাবলী, সে সাথে দুলকার সালমান, সানি ওয়েইন এর দুর্দান্ত অভিনয় আপনাকে মুগ্ধতায় ভরা কিছু সময় উপহার দেবে!!

★নাগাল্যান্ড কিন্তু আমাদের দেশ থেকে খুবই কাছে , সিলেট থেকে আরও কাছে)

★মুভির স্ক্রিপ্টে মালায়ালাম , তামিল , হিন্দি এমনকি ভালই বাংলা ব্যাবহার হয়েছে । প্রথমে স্লো পেস মুভি মনে হলেও একবার মুভির ডেপ্টথ এ প্রবেশ করতে পারলে দেখা ছেড়ে উঠতে পারবেন না ।

★মুভির এনডিং একেবারেই অসাধারন এবং টাচি । পারসোনালি আমার অসাধারন লেগেছে ।

★বাইকার/ট্রাভেলারদের এড্রেনালিন রাশ তৈরী হবে এই সিনেমা দেখে, তাই বাইকার/ট্রাভেলার ভাইয়েরা আগে ব্যাকপ্যাক গুছিয়ে দেখতে বসে যেতে পারেন

…….মুভি রিভিউ…….

অসাধারন একটা রোড মুভি । “নীলাকাশ,সবুজাভ সমুদ্র, লালটে ধরনি” নামের ভেতরই যেন অপার প্রাকৃতিক সৌন্দর্য এর এক আভা আছে যা মুভির ভেতরেও পাওয়া যায় । কেরালা থেকে নাগাল্যান্ড এর একটা রোড ট্রিপ নিয়ে বেশ ইম্প্রেসিভ এবং সত্যিকার অর্থে একটা রোড মুভি এটা । মুভির সিনেমাগ্রাফি অসাধারন , একমাত্র এটার জন্য হলেও মুভিটা দেখা যায়

আর এই মুভিতে পথিক ছিলো কাশি এবং তার ফ্রেন্ড সুনি। তারা দুইজন বাইক নিয়ে এক অজানা যাত্রার উদ্দেশ্যে রওনা দেয় । যদিও ধিরে ধিরে জার্নির সাথে তাদের বন্ধুত্ব এবং মিশনের যে একটা উদ্দেশ্য বের হয়ে আসে । আর সেই যাত্রা হলো প্রেম।
আর এই যাত্রা শুরু করে কাশিম তার বিশ্বস্ত সংগী রয়েল এনফিল্ড বুলেট বাইক নিয়ে রওয়ানা করে নাগাল্যান্ডের উদ্দেশ্যে, ঠিকানা ঠিকুজী কিছুই জানা নেই, জানা আছে শুধু যেতে হবে নাগাল্যান্ড! সাথী হয় বন্ধু সুনিও! প্রেমের জন্য যাত্রা শুরু হলেও ওদের সামনে ধরা দেয় জীবনের নানা বাস্তবতা, মুখোমুখি হতে হয় জীবনের নানা বাঁকের! দেখতে হয় প্রেম, রাজনীতি, সমা্‌জ আর সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবল!

প্রথমেই বাংলা সাবটাইটেল টি ডাওনলোড করে নিন।

Bangla subtitle Downlod Link



700 MB Google Drived Link

Movie Downlod Link Click Here

এই মুভির 200 ও 350 সাইজের ফাইল ডাওনলোড করতে আমাদের সাইটে চলে আসুন। আমাদের সাইটে এসে Serch Box এ মুভির নাম লিখলেই পেয়ে যাবেন উক্ত মুভি টি এরপর ফাইল ডাওনলোড করে নিন।

বিঃ দ্রঃ আপনাদের অনেক তথ্য দেয়ার জন্য কিছু অংশ কপি করা হয়েছে।

সাউথ সহ অন্যান্য দেশের নতুন নতুন মুভি পেতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইটে।

Click Here Link প্রতিদিন মুভি আপডেট করা হয়ে থাকে বিভিন্য সাইজ এ।

প্রতিনিয়ত South মুভির সকল আপডেট পেতে ও মুভি Requested থাকলে এক্ষনি এই পেইজে like/Follow বাটনে ক্লিক করে See Fast করে সাথেই থাকুন। Facebook Official Page Click Here ৭ দিন পর পর আমি রিভিউ দিয়ে থাকি।
তাই Trickbd এর সাথেই থাকুন।

মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে Trickbd এর সাথেই থাকুন। আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।

Watching